আশাশুনি প্রতিনিধি : আশাশুনি সদর ইউনিয়নের মানিকখালী চরে ঘূর্ণিঝড় ইয়াসে ভেঙে যাওয়া বাঁধ পরিদর্শন করেন আশাশুনি উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবিএম মোস্তাকিম। শুক্রবার বিকালে তিনি এ ভাঙ্গনকবলিত বাঁধ পরিদর্শন করেন। পরিদর্শনকালে এবিএম মোস্তাকিম বলেন ঘূর্ণিঝড় ইয়াসের তাণ্ডবে আশাশুনি সদর ইউনিয়নের মানিকখালী চরের বেড়িবাঁধ ভেঙে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়ে প্রায় ১৩০ পরিবার পানিবন্দি হয়ে পড়েছে অসংখ্য কাঁচা ঘরবাড়ি ভেঙে গেছে এবং শত শত মৎস্য ঘের প্লাবিত হয়েছে। ইতিমধ্যে এই ভাঙ্গন কবলিত চরের মানুষের জন্য সহকারী খাদ্য সহায়তার পাশাপাশি আমি ব্যক্তিগত ভাবে ডাল সহ অন্যান্য খাবারের ব্যবস্থা করেছি। এসময় এবিএম মোস্তাকিম তার ব্যক্তিগত অর্থায়নে দ্রুত বাঁধ নির্মাণের ঘোষণা দেন। এই ঘোষণার পরে মুহূর্তের মধ্যে ভাঙন কবলিত চরের মানুষের মনে আনন্দের হাসি ফুটে ওঠে। তিনি সকলকে তার প্রতি বিশ্বাস ও ধৈর্য ধরার আহ্বান জানান।তিনি আরও বলেন আমি সবসময় আপনাদের পাশে ছিলাম এবং আছি যে কোন সমস্যা হলে আমাকে বলবেন আমি সাথে সাথে সমাধানের চেষ্টা করব। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুস সামাদ বাচ্চু, বানভাসি মানুষ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।




Leave a Reply

Your email address will not be published.