সমাজের আলো : সুনামগঞ্জের দিরাইয়ে চলন্ত গাড়িতে বাসের চালক-হেলপার কর্তৃক কলেজছাত্রীকে ধর্ষণ চেষ্টার ঘটনায় নির্যাতিতার পিতা বাদী হয়ে তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। ন্যক্কারজনক এই ঘটনার একদিন পেরিয়ে গেলেও জড়িত কেউ গ্রেফতার হয়নি। তবে জড়িতদের শনাক্ত করে গ্রেফতারের জের প্রচেষ্টা চলছে বলে জানিয়েছেন দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশরাফুল ইসলাম। এদিকে জড়িতদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে সিলেট ও সুনামগঞ্জে।আজ রবিবার দুপরে সুনামগঞ্জ শহরের ট্রাফিক পয়েন্টে নারী নির্যাতন ও সামাজিক অনাচার প্রতিরোধ কমিটি এই প্রতিবাদ কর্মসূচির আয়োজন করে। এছাড়াও বিকেল ৩টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে দোষীদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়ে এক মানববন্ধনের আয়োজন করেন সচেতন নাগরিকবৃন্দ। গতকাল শনিবার সন্ধ্যায় চলন্ত গাড়িতে বাসের চালক-হেলপার কর্তৃক ধর্ষণ চেষ্টার সময় সম্ভ্রম বাঁচাতে চলন্ত বাস থেকে লাফ দিয়ে পড়ে গুরুতর আহত হয়েছেন ওই কলেজছাত্রী। এ সময় স্থানীয়রা ওই কলেজছাত্রীকে আহত অবস্থায় দিরাই হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন আছেন। পুলিশ ও নির্যাতিতার স্বজনরা জানান, দিরাই পৌর শহরের বাসিন্দা ওই কলেজছাত্রী সিলেট থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাসে করে আত্মীয়ের বাড়ি থেকে দিরাই ফিরছিলেন। দিরাই পৌরসভার সুজানগর এলাকায় বাসটি আসার পর কলেজছাত্রী ছাড়া বাকি যাত্রীরা বাস থেকে নেমে যান। গাড়িতে একা পেয়ে বাসের ড্রাইভার ও হেলপার মিলে তাকে উত্ত্যক্ত করার একপর্যায়ে ধর্ষণের চেষ্টা চালায়।




Leave a Reply

Your email address will not be published.