সমাজের আলো : দাবিকৃত চাঁদার ৩লক্ষ টাকা না দেওয়ায় সাতক্ষীরা সদর উপজেলার এক বিশিষ্ট ব্যবসায়ী ও আমদানিকারকের ক্রয়কৃত সম্পত্তি জোরপূর্বক দখল চেষ্টা ও প্রাণনাশের হুমকির অভিযোগে শিবপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি আবুল কাশেমসহ ৩জনের নামে এজাহার দায়ের করা হয়েছে। মঙ্গলবার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার শিয়ালডাঙ্গা গ্রামের ব্যবসায়ী ও আমদানিকারক মাহবুবার রহমান ইমন বাদি হয়ে সাতক্ষীরা সদর থানায় এ এজাহারটি দায়ের করেন (মামলা নং ৩৭/২২)।
মামলার বিবরণে জানা যায়, শিয়ালডাঙ্গা গ্রামের মৃত কোরবান মেয়ে মর্জিনা খাতুনের জামাই ভিসা সংক্রান্ত জটিলটায় মালেশিয়াতে আটকে পড়লে মর্জিনা খাতুন তার প্রাপ্ত জমি বিক্রয়বাবদ তার সহদর ভাই হারুন ও মান্নানের কাছে অর্থ চাইলে তারা দিতে ব্যর্থ হন। তখন নিরুপায় হয়ে মাহবুবার রহমান ইমনের নিকট হতে ২০১৪ সালের ২’ই জানুয়ারী ১লক্ষ ৭৫হাজার টাকা গ্রহণ করেন মর্জিনা খাতুন। পরবর্তীতে ওই বছরের ১৮’ই মে মাহবুবার রহমানের নামে পুরুযোত্তমপুর মৌজার এসএ ১১২১নং খতিয়ানের ৩৭২ দাগের এক একর ৯৭ শতক এর মধ্য থেকে মর্জিনা খাতুন পাশ উল্লেখ করে (খন্ড খতিয়ান নং-২২৪৩) প্রায় ৮শতক জমি লিখে দেন (দলিল নং-৩৬৯৭)। সেই থেকে মাহবুবার রহমান জমিটির ভোগ দখলে রয়েছেন। তবে মাহবুবার রহমানের কাছে বোনের জমি বিক্রয়তে সম্মতি দেননি মর্জিনার ভাই হারুন। একারনে বিভিন্ন সময় মাহবুবার রহমানের ক্রয়কৃত সম্পত্তি নিজেদের জমি বলে দাবি করেন।একপর্যায়ে মাহবুবার রহমান বাদি হয়ে ২০২০ সালের ১০ নভেম্বর অভিযুক্তদের বিরুদ্ধে সাতক্ষীরা সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এসময় সদর থানা থেকে উভয়পক্ষের ভিতরে একটি আপোষনামা করে দেওয়া তবে সদ্য সমাপ্ত ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে তার সহদর ভাই শওকত আলী হেরে যাওয়ায় প্রতিপক্ষ বিজয়ী প্রার্থী আবুল কালামের সহদর ভাই আবুল কাশেম নানাভাবে হয়রানী করতে থাকেন। একপর্যায়ে গত বছর ২৮শে ডিসেস্বর আবাদের হাটবাজারে মাহবুবার রহমানের পথরোধ করে ৩লক্ষ টাকা চাঁদা দাবি করেন যুবলীগ নেতা আবুল কাসেমসহ তার বাহিনীর সদস্যরা। তবে টাকা দিতে অপারগতা প্রকাশ করলে গত ২৯ ডিসেম্বর সকালে যুবলীগ নেতা কাসেমের নেতৃত্বে মাহবুবার রহমানের ক্রয়কৃত ওই সম্পত্তি দখলের চেষ্টা করেন কাশেমসহ তার বাহিনী। তবে স্থানীয়দের বাধাঁর মুখে জমি দখলে ব্যর্থ হয়ে জমিটির ফসলসহ সীমানা প্রাচীর ভেঙে দিয়ে কয়েক লক্ষ টাকার ক্ষতিসাধন করে তারা।আর এঘটনায় মাহবুবার রহমান বাদি হয়ে যুবলীগ নেতা আবুল কাশেম, হারুন-অর-রশিদ, আবু দাইয়ানসহ অজ্ঞাত ৩-৪জনের বিরুদ্ধে সাতক্ষীরা সদর থানায় একটি এজাহার দায়ের করেন। এবিষয়ে ভূক্তভোগী মাহবুবার রহমান জানান, ব্যবসা সংক্রান্ত কারনে দেশ-বিদেশে অবস্থান করতে হয় তাকে। আর এই সুযোগকে কাজে লাগিয়ে অভিযুক্তরা আমার ক্রয়কৃত সম্পত্তি জোরপূর্বক দখলের চেষ্টা করতে থাকেন। তবে তাদের হয়রানীমূলক অত্যাচার ও প্রাণনাশের হুমকী দেওয়ার কারনে আমি আইনের আশ্রয় নিয়েছি।




Leave a Reply

Your email address will not be published.