সমাজের আলো: গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা ও শয্যা না পেয়ে বাড়ি ফিরে বিনা চিকিৎসায় এক বীর মুক্তিযোদ্ধার মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। মৃত মুক্তিযোদ্ধা ফজলুল হক ফকির (৮৫) জেলার কাপাসয়িা উপজেলার খোদাদিয়া গ্রামের বাসিন্দা। এ ঘটনায় জেলার মুক্তিযোদ্ধাদের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে। তবে হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, ওই মুক্তিযোদ্ধা যখন হাসপাতালে যান, তখন জরুরি বিভাগের চিকিৎসক কাজের জন্য বাইরে ছিলেনফজলুল হকের ছেলে মামুন ফকির গতকাল সাংবাদিকদের জানান, সকাল ১০টায় তাদের বাবা বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক ফকির নিজ বাড়িতে মারা গেছেন। এর আগে তাজউদ্দীন হাসপাতালে চিকিৎসা না পেয়ে তাকে বাড়ি ফিরিয়ে আনা হয়। তিনি আরও জানান, বাবা একজন স্ট্রোকের রোগী ছিলেন। বাবাকে নিয়ে কাপাসিয়া থেকে মঙ্গলবার দুপুর সোয়া ১২টার দিকে ওই হাসপাতালে যান; কিন্তু ওই সময় তার বাবাকে চিকিৎসা দেওয়ার মতো চিকিৎসক ছিলেন না হাসপাতালে। পরে তাকে সেখানকার কেবিনে বেড দিতে বললে, জরুরি বিভাগ থেকে জানানো হয়Ñ হাসপাতালের কোনো বেড খালি নেই। পরে মুক্তিযোদ্ধার পরিচয় দিলে তাকে নার্সরা ফ্লোরে শয্যা পেতে দেন। স্ট্রোকের রোগী নিয়ে সেখানে অবস্থান করার মতো পরিবেশ ও চিকিৎসক উপস্থিত না থাকায় বাবাকে নিয়ে বাড়ি চলে আসেন তারা। চলে আসার আগে হাসপাতাল থেকে জানানো হয়, আগামীকাল বুধবার বিজয় দিবসের দিনেও চিকিৎসা দেওয়ার মতো বড় ডাক্তার হাসপাতালে থাকবেন না। এ বিষয়ে ফজলুল হকের ইটালী প্রবাসী ছেলে হারুন ফকির গত ১৬ ডিসেম্বর ফেসবুকে একটি স্ট্যাটাস দেন। স্ট্যাটাসে তিনি লেখেনÑ ‘আমার আব্বা একজন বীর মুক্তিযোদ্ধা। অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছে। কালকে গিয়ে ছিল গাজীপুর সদর হসপিটালে চিকিৎসা নেওয়ার জন্য; কিন্তু ১৬ ডিসেম্বর বলে কোনো ডাক্তার হসপিটালে নেই। আর আমরা ১৬ ডিসেম্বর বলে চিল্লা-চিল্লি করি, ২৬ মার্চ বলে চিল্লা-চিল্লি করি; কিন্তু একজন বীর মুক্তিযোদ্ধার চিকিৎসার জন্য ডাক্তার পাওয়া যায় না। আমি কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।’ অভিযোগের বিষয়ে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. তপন কান্তি সরকার সাংবাদিকদের বলেন, ‘বিষয়টি তার নলেজে নেই। তবে জরুরি বিভাগ কখনও ডাক্তার ছাড়া থাকে না। হয়তো ওই মুুক্তিযোদ্ধাকে যখন হাসপাতালে নেওয়া হয়েছিল, তখন জরুরি কোনো কাজে হাসপাতালের চিকিৎসক অন্যত্র ছিলেন। একজন মাত্র আছেন নিউরো সার্জন। বুধবার বিজয় দিবসের অনুষ্ঠানে থাকায় হয়তো হাসপাতালের ডিউটিতে যাননি।’




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *