সমাজের আলো: বাংলাদেশ সেনাবাহিনীকে ১২০ মিলিমিটার ব্যাসার্ধের ১৮টি মর্টার দিয়েছে ভারত। এটা দুই দেশের সেনাবাহিনীর মধ্যে দ্বিপক্ষীয় সহযোগিতার অংশ বলে জানিয়েছে ভারত। খবর টাইমস অব ইন্ডিয়ার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভার্চ্যুয়াল বৈঠকের পর বাংলাদেশ ও মিয়ানমারের ভারপ্রাপ্ত ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব স্মিতা পন্থ বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যায় সংবাদমাধ্যমকে এই তথ্য জানান। গত বুধবার (১৬ ডিসেম্বর) বাংলাদেশের বিজয় দিবস উদ্‌যাপন উপলক্ষে মর্টারগুলো বাংলাদেশকে দিয়েছে ভারত। যুগ্ম সচিব বলেন, দুই দেশের যৌথ সহযোগিতায় জাহাজ তৈরির বিষয়টি বিবেচিত হচ্ছে। এই বিষয়ে দুই দেশই আগ্রহী। দুই নেতার বৈঠক নিয়ে ভার্চ্যুয়াল ব্রিফিংয়ে স্মিতা পন্থ বলেন, বাংলাদেশের নীলফামারীর চিলাহাটি থেকে ভারতের পশ্চিমবঙ্গের হলদিবাড়ী পর্যন্ত রেললাইন দিয়ে মালগাড়ি চলাচল শুরু হয়েছে। এই লাইন দিয়ে যাত্রীবাহী ট্রেন কবে চালানো সম্ভব হবে তা নিয়ে দুই দেশের মধ্যে আলোচনা চলছে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *