সমাজের আলো : পাটকেলঘাটায় গত দুই মাস আগে চিনির দাম ছিল ৭৮=থেকে ৮৫ টাকা কিন্তু বর্তমানে তার মুল‍্য-১১০টাকা সুযোগে সৎ ব‍্যবহার করছে পাটকেলঘাটা বাজারের পাইকারি চিনি ব‍্যাবসায়ীরা।
চায়ের দোকান থেকে মিষ্টির দোকানে প্রয়োজন হয় চিনি।চিনি ছাড়া মিষ্টি তৈরি করা অসম্ভ। এই সুযোগ কে কাজে লাগিয়ে মিষ্টি প্রতি কেজি বিক্রি হচ্ছে ২২০=থেকে ২৫০টাকা বাজার ঘুরে দেখা যায়, ছোট ছোট প্রত‍্যেক চিনির দোকানে ভিন্ন রকম দাম। পাইকারি ব‍্যাবসায়ীরা সিন্ডিকেটের ম‍্যাধ‍্যমে এমন কাজ করে ক্রেতারা জানান।পাটকেলঘাটা চিনি ব‍্যাবসায়ী তুলসি সাধু বলেল আমরা ঢাকা ও খুলনা থেকে ডিও লিটারের ম‍্যাধ‍্যমে চিনি ক্রয় করে খুচরা বাজারে বিক্রয় করি। অপর দিকে বিশিষ্ট ব‍্যাবসায়ী সততা ট্রেডাস এর পোঃ আব্দুল লতিফ এর ম‍্যানেজার বলেন। আমরা ৫০কেজি চিনির ব্স্তা ৫০৫০টাক দরে বিক্রয় করছি। ডিও লিটারের দামের কথা জানতে চাইলে তিনি অনিচ্ছুক প্রকাশ করেন। এ বিষয়ে তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন।টিসিবির চিনির মুল‍্য ৫৫ টাকা হলে বড় বড় চিনি ব‍্যাবসায়ী দের চিনির দাম অসম্বব নেওয়া ঠিক না।গরিব মানুষ দের দিকে বিবেচনা করে চিনির দাম ঠিক রাখা উচিত। সাধারন ক্রেতারা চিনি সিন্ডিকেট ব‍্যাবসায়ী দের হাত পরিত্রান পেতে প্রতি মাসে মাসে সরকারি কর্মকর্তা দের বাজার মনিটরিং করা উচিত বলে মনে করেন।




Leave a Reply

Your email address will not be published.