সমাজের আলো : আগামী ২৬ ডিসেম্বর চতুর্থ ধাপের ইউপি নির্বাচনে দিনাজপুরের খানসামা উপজেলার ৩নং আংগারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আপন দুই ভাই।প্রতিদ্বন্দ্বীতাকারী দুই ভাই হলেন সাবেক ইউপি ও উপজেলা চেয়ারম্যান মরহুম আকবর আলী শাহ্’র বড় ছেলে ৩ বারের সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আব্দুল জব্বার শাহ এবং মেজো ছেলে জমিরউদ্দীন শাহ বালিকা বিদ্যালয় ও মহাবিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ শাহ মোঃ জামাল উদ্দিন। আলহাজ্ব মো. আব্দুল জব্বার শাহ্ আনারস এবং শাহ্ মো. জামাল উদ্দিন মোটরসাইকেল প্রতীক নিয়ে লড়ছেন।এছাড়াও এ নির্বাচনে ৫নং ভাবকী ইউনিয়নে আপন দুই ভাইয়ের স্ত্রী সংরক্ষিত-১ (১, ২ ও ৩) নম্বর ওয়ার্ডে প্রতিদ্বন্দ্বিতা করছেন। নয়নী রানী দাস ক্যামেরা ও স্বরঞ্জলী রানী সুর্যমূখী ফুল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।দুই জা ভোটের মাঠে আলাদা প্রতীকে নিজেদের গ্রহণযোগ্যতা তুলে ধরছেন। দিন শেষে ফিরছেন নিজ নিজ বাড়িতে। দুই জা হলেন- নয়নী রানী দাস (লক্ষ্মীকান্ত দাসের সহধর্মিনী) ও স্বরঞ্জলী রানী (লক্ষ্মীকান্তের ছোটভাই বিষু চন্দ্র দাসের সহধর্মিনী)।

 




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *