সমাজের আলো: রাজধানীর পূর্ব রামপুরায় ভবনের নিচ থেকে মো. জাহিদুল ইসলাম (৪০) নামে এক পুলিশ সদস্যকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। জাহিদুল ছাদ থেকে পড়ে গিয়ে আহত হয়েছেন নাকি লাফ দিয়ে আত্মহত্যা করতে চেয়েছিলেন তা এখনও স্পষ্ট নয়। তবে পুলিশের ধারণা, যে বাসায় জাহিদুল ভাড়া থাকেন সেই ভবনের ছাদ থেকে পড়ে আহত হয়েছেন। আহত জাহিদুল রাজবাড়ী বালিয়াকান্দি উপজেলার বাচিডাঙ্গা গ্রামের শহিদুল ইসলামের ছেলে। এক মেয়েসহ স্ত্রীকে নিয়ে পূর্ব রামপুরা পুরাতন পুলিশ ফাঁড়ির পানির পাম্পসংলগ্ন ২০৮/সি নম্বর বাড়ির তৃতীয় তলায় ভাড়া থাকেন জাহিদুল। রামপুরা থানার ওসি আবদুল কুদ্দুস ফকির যুগান্তরকে জানান, খবর পেয়ে সকালে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে। তিনি জানান, ভবনটির ছাদে রেলিং ছিল না। কীভাবে নিচে পড়েছেন বা কী হয়েছে তা এখনও বিস্তারিত জানা যায়নি। বিস্তারিত জানার চেষ্টা চলছে। ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার (ডিসি) মো. ওয়ালিদ হোসেন জানান, ওই পুলিশ কনস্টেবল ভবন থেকে পড়ে গেছে নাকি আত্মহত্যার চেষ্টা করেছেন তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে তিনি এখন আশঙ্কামুক্ত। সুস্থ হলে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে।




Leave a Reply

Your email address will not be published.