সমাজের আলো : ২১ ফেব্রয়ারি রবিবারে সন্ধ্যার কিছু আগে কলারোয়ার চন্দনপুর ইউনিয়ন হিজলদী গ্রামের নুর ইসলামের ছেলে যশোর সরকারি সি টি কলেজের শিক্ষক জাকির হোসেন ও তার সহদর দুই ভাই আনারুল,আজিজুল সহ যশোর থেকে জাকিরের ভাড়া করা দুই মাইক্রো যোগে দেশীয় অস্ত্র সস্ত্র নিয়ে ১৫/২০ জনের একটি দল এসে মদ্য পান করে আনন্দ উল্লাসের মধ্য দিয়ে পেট্রোল ঢেলে বসত ঘর জ্বালিয়ে দেয়। বিয়টি নিকটবর্তী বিজিবি ক্যাম্পের সদস্যরা জানতে পেরে ঘটনাস্থলে পৌছালে জাকিরের দল-বল দ্রুত স্থান ত্যাগ করে। গ্রামবাসী আটকানোর চেষ্টায় ব্যর্থ হয় যেহেতু তাদের কাছে অস্ত্র সস্ত্র থাকার কারনে বেশি এগিয়ে যেতে সাহস পায়নি। পরে চেয়ারম্যান মনিরুল ইসলাম মনি বিষয়টি জানতে পেরে কলারোয়া থানা পুলিশের খবর দেয়।পুলিশ খবর পেয়ে দ্রুত ঘটনাস্থল পরিদর্শনে আসে। কলারোয়া থানার অফিসার ইনচার্জ আলহাজ্ব মীর খায়রুল কবির জানান, প্রত্যক্ষদর্শীদের সাথে কথা বলে ঘটনার সত্যতা যাচাই করেছি। তিনি জানতে পারেন যশোর সিটি কলেজের শিক্ষক জাকির হোসেনের বেমাতা একটি ভাই আছে সেই ভাইটি সম্পত্তি না দেওয়ার উদ্দেশ্যে দীর্ঘদিন ধরে তার উপরে জুলুম-নির্যাতন চালিয়ে আসছে। বেমাতা ভাই শফিকুল কোন পথ খুঁজে না পেয়ে অন্যের বাড়িতে বাকপ্রতিবন্ধী তার মাকে নিয়ে আশ্রয় নেয়। এবং সেখান থেকে দীর্ঘদিন জীবন-জীবিকা চালিয়ে আসছে। শফিকুল প্রায় তার বাবা নুর ইসলামকে তার ওরেশ হিসেবে সন্তানের দাবি জানিয়ে আসছে। কিন্তু শফিকুলের বাবা কোন গুরুত্ব দেয়নি। শফিকুলের জমি জায়গা না দেয়ায় শফিকুলের ফুফা তার অংশ থেকে ১২ শতক জমি শফিকুলের নামে লিখে দেয় এটিকে কেন্দ্র করে জাকির হোসেন শফিকুলের উপর অত্যাচারের পরিমান বাড়িয়ে দেয়। বিসিএস ক্যাডার হওয়ায় বেশ কয়েক দফায় শারীরিক নির্যাতন করে শফিকুলের উপর।বিষয় টি নিয়ে শফিকুল বিভিন্ন দপ্তরে অভিযোগ দিলে কলারোয়া থানা পুলিশ স্থানীয় চেয়ারম্যান সহ গন্যমান্যদের উপস্থিতিতে ফুফার ক্রয়কৃত জমি শফিকুলকে বুঝিয়ে দেওয়া হয়।পরবর্তীতে জাকিরের হুমকি ধামকিতে শফিকুল পিছিয়ে যেতে থাকে এক পর্যায়ে তার দুই চাচা ও এলাকাবাসী তাকে তার ক্রয়কৃত যায়গাতে ঘর বাধার সহযোগিতা করে।সেই মোতাবেক শফিকুল ঘর বেধে বসবাস করতে থাকা অবস্থায় গতকাল সন্ধ্যার কিছু আগে যখন শফিকুল ও তার পরিবারে সদস্যরা মাঠে অবস্থান করছে ঠিক সেই সুযোগে জাকির তার বাহিনী সহ ঘরটিতে আগুন লাগিয়ে দেয়। মহুর্তের মধ্যে ঘরটি পুড়ে ছায় হয়ে যায়। শফিকুলের দাবী আমার ঘরে আগুন দিয়ে আমাকেও পুড়ে মারতে চেয়েছিল জাকির সহ দূর্বৃত্তরা। এ ব্যাপারে কলারোয়া থানার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ খাইরুল কবির বলেন, বিষয়টি কঠোরভাবে দেখা হচ্ছে।




Leave a Reply

Your email address will not be published.