সমাজের আলো: সাতক্ষীরার কলারোয়া উপজেলার বিক্রমপুর গ্রামে বড় ভাইয়ের সাথে ছোট ভাইয়ের জমি নিয়ে শত্রুতার জের ধরে বড় ভাইয়ের কুটুম’কে ইট দিয়ে পিটিয়ে জখম করার অভিযোগ উঠেছে ছোট ভাই বারী কুদ্দুসের বিরুদ্ধে। শুক্রবার (৭ই মে) সকালে উপজেলার বিক্রমপুর মোড় এলাকায় হতাহতের ঘটনাটি ঘটে।অভিযুক্ত হামলাকারী রামভদ্রপুর এলাকার নুর ইসলামের ছেলে বিএনপি নেতা বারী কুদ্দুস।আহত রামভদ্রপুর এলাকার আকরম আলীর ছেলে আসিফ ইকবাল জানান, ঈদ উপলক্ষ্যে বোন ও দুলাভাইকে দাওয়াত দেওয়ার জন্য যাচ্ছিলাম। পথি মধ্যে মটরসাইকেল যোগে বিক্রমপুর মোড়ে পৌঁছালে ওৎ পেতে থাকা সন্ত্রাসী বারী কুদ্দুস রাস্তায় দাঁড়িয়ে থুথু নিক্ষেপ করে। থুতু নিক্ষেপ করার প্রতিবাদ করলে পাশে থাকা ইট দিয়ে আমার মাথায় এলোপাতাড়ি আঘাত করে এবং আমার মোটরসাইকেল হোন্ডা এক্স-ব্লেট ভাঙচুর করে। ঘটনা স্থলে জ্ঞান হারালে ওই এলাকার ভুট্ট আহম্মেদের ছেলে ফিরোজ হোসেন মুমুর্ষ অবস্থায় উদ্ধার করে কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ ভর্তি করে।
এ বিষয়ে আহত আসিফ ইকবালের বাবা আকরম আলী বলেন, মেয়ের বিয়ের পর থেকেই ছোট দেবর বারী কুদ্দুস সন্ত্রাসী কায়দায় বিভিন্ন সময়ে আক্রমন করে। সাম্প্রতিক জমি জায়গার জের ধরে আমার ছেলের উপর পরিকল্পিতভাবে হামলা করে। এতে, মাথা, হাত ও বুকে আঘাত পেয়ে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছে। ওই সন্ত্রাসীর দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি করে স্থানীয় প্রশাসন ও সরকারের সহযোগিতা চান তিনি।আহত আসিফ ইকবালের বড় বোন আফরোজা নার্গিস বলেন, জমি নিয়ে শত্রুতার সূত্র ধরে বিভিন্নভাবে খুন জখমের হুমকি দেন স্বামীর ছোট ভাই বারী কুদ্দুস। স্বামী ব্যবসায়িক কাজে রাত-বিরাত বাড়ীর বাইরে থাকায় বিভিন্ন কু-প্রস্তাব ও ধর্ষণের হুমকি প্রদান করে। এমনকি আজ আমার ছোট ভাইকে রাস্তার মাঝে আটকিয়ে ইট দিয়ে মাথায় আঘাত করে গুরুতর জখম করে। নারী লোভী ওই সন্ত্রাসীর হাত থেকে আমি ও আমার পরিবার সার্বক্ষণিক নিরাপত্তাহীনতার সাথে বসবাস করি। স্থানীয় প্রশাসন ও সরকারের কাছে সুবিচার চেয়ে পরিবার নিয়ে শান্তিতে বসবাসের জন্য নিরাপত্তা চান তিনি।তিনি আরো জানান, এ ঘটনার প্রতিকার ও ন্যায় বিচার চেয়ে স্থানীয় থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে।এই বিষয়ে কলারোয়া থানার ভারপ্রাপ্ত ওসি মীর খায়রুল কবীর জানান, এ বিষয়ে এখনো কোনো লিখিত অভিযোগ পাই নি। অভিযোগ পেলে ঘটনার তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।




Leave a Reply

Your email address will not be published.