সমাজের আলো : কলারোয়ার উপজেলার কেঁড়াগাছি ইউনিয়নের ১নং ওয়ার্ডের স্থগীত হওয়া সেই ভোট কেন্দ্রের ভোট গ্রহণ আগামী ৩০ নভেম্বর মঙ্গলবার অনুষ্ঠিত হবে। নির্বাচনকে কেন্দ্র করে জমে উঠেছে কেঁড়াগাছির ইউপি নির্বাচন। আর মাত্র ভোটের পাঁচ দিন বাকি। প্রার্থীরা বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রার্থনা করছেন।বিভিন্ন প্রতিশ্রুতি দিচ্ছেন। কেঁড়াগাছি ইউনিয়নে চেয়ারম্যান পদে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করলেও স্থগীত কেন্দ্রটিতে স্বতন্ত্র দুই প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা চলছে। একজন হলেন বর্তমান চেয়ারম্যান এসএম আফজাল হোসেন হাবিল (আনারস) অন্যজন মারুফ হোসেন (মোটরসাইকেল)। অন্য ৮টি কেন্দ্রের ফলাফলে ৯৩৪ভোট বেশি পেয়ে এগিয়ে আছে আনারস প্রতীক নিয়ে এসএম আফজাল হোসেন হাবিল। স্থগীত কেন্দ্রে ভোটের সংখ্যা ২১১১। আগামী ৩০ নভেম্বর ভোটের ফলাফলে কে হচ্ছেন ইউনিয়ন পিতা সে দিনের জন্য অধীর আগ্রহে অপেক্ষাতে আছে ইউনিয়নবাসি।




Leave a Reply

Your email address will not be published.