ফরহাদ আহমেদ, জীবননগর (চুয়াডাঙ্গা) :- চুয়াডাঙ্গার জীবননগর থানার অফিসার ইনচার্জ আব্দুল খালেকের নেতৃত্বে জীবননগর থানার চৌকস অফিসার এসআই গোপাল চন্দ্র মন্ডল, এএসআই ইউনুস আলী, এএসআই রুহুল আমীন সঙ্গীয় ফোর্সসহ উপজেলার বাঁকা ইউনিয়ন এলাকায় শনিবার রাত্রকালিন বিশেষ অভিযান পরিচালনা করেন। এসময় জুয়া খেলা অবস্থায় বাঁকা গ্রামের কাস্টমসের বাগানের ভিতর থেকে চারজন জুঁয়াড়িকে নগদ টাকা ও জুয়া খেলার সরঞ্জামসহ গ্রেফতার করেন। গ্রেফতারকৃতরা হচ্ছে-উপজেলার ঘোষনগর গ্রামের আত্তাব বিশ্বাসের ছেলে মোশাররফ হোসেন,বাঁকা নওদাপাড়ার জয়নাল গাজির ছেলে মুহিদুল ইসলাম, নুর ইসলামের ছেলে ইন্তাজ আলী এবং আহসান মন্ডলের ছেলে বাহার উদ্দিন।
জীবননগর থানার অফিসার ইনচার্জ আব্দুল খালেক বলেন,গ্রেফতারকৃত সকল জুয়াড়িদের বিরুদ্ধে জুঁয়া আইনে মামলা হয়েছে। রোববার সকালে তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে। তিনি আরো বলেন জুয়াড়িদের হুসিয়ারি করা হচ্ছে কোন জুঁয়া খেলা সহ্য করা হবে না। জুঁয়ার কারনে অনেক পরিবার নি:স্ব হচ্ছে এবং পরিবারে অশান্তি সৃষ্টি হচ্ছে। জুয়ার টাকার জোগান দিতে গিয়ে অনেকে নানান অপরাধে জড়িয়ে পড়ছে। জুঁয়ার ব্যাপারে জীবননগর উপজেলাকে জিরো টলারেন্স দেখতে চাই।




Leave a Reply

Your email address will not be published.