ফরহাদ আহমেদ, জীবননগরঃচুয়াডাঙ্গার জীবননগর পৌর মেয়র রফিকুল ইসলাম সরেজমিনে পৌর এলাকার পাঁচ ওয়ার্ডের পুরাতন লক্ষীপুর জামে মসজিদের উন্নয়ন কাজ পরিদর্শন করেন। শুক্রবার জুম্মার নামাজ অনুষ্ঠিত হওয়ার আগে তিনি মসজিদে উপস্থিত মুসল্লিদের উদ্দেশ্য বক্তব্য রাখেন। এ সময় মসজিদে ১০টি জায়নামাজ প্রদান করেন। তিনি মসজিদ উন্নয়ন কাজে ৫০ হাজার টাকা অনুদানের ঘোষনা দেন।
তিনি বলেন,মসজিদ -মাদ্রাসার উন্নয়নে সাধ্যমত সহযোগিতা দিয়ে যাব। ধর্মীয় ব্যাপারে আমার সহযোগিতা সব সময় থাকবে। আল্লাহ আমাকে আপনাদের দোয়ায় মেয়র বানিয়েছেন। আমি আপনাদের সকলের সহযোগিতা নিয়ে পৌরবাসীকে সেবা ও পৌর এলাকার উন্নয়নে কাজ করে যাবো। পৌরবাসিকে বাস উপযোগী একটি আধুনিক ও মডেল পৌরসভা উপহার দেয়া আমার দীর্ঘদিনের লালিত স্বপ্ন। আর তা বাস্তবায়নে চুয়াডাঙ্গা -২ আসনের সংসদ সদস্য হাজী আলী আজগার টগরের সহযোগিতায় এগিয়ে যাচ্ছি। এসময় ৫ নং ওয়ার্ড কাউন্সিলর জামাল হোসেন খোকনসহ পুরাতন লক্ষীপুরের মুসল্লী ও আওয়ামী লীগের নেতাকর্মিরা উপস্থিত ছিলেন।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *