সমাজের আলো: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌরসভা নির্বাচনে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের বিদ্রোহী মেয়র পদপ্রার্থী নুরুল হক ভূইয়াকে জুতাপেটা করার অভিযোগ উঠেছে। আওয়ামী লীগ মনোনীত মেয়র পদপ্রার্থীর এক সমর্থকের বিরুদ্ধে এ অভিযোগ উঠেছে। বুধবার (১৩ জানুয়ারি) রাতে উপজেলা শহরের সড়কবাজারে এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত সোহাগের বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি করেছেন ভুক্তভোগী মেয়র পদপ্রার্থী। অভিযুক্ত সোহাগ মোল্লা আখাউড়া উপজেলার দেবগ্রামের ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি কাদের মোল্লার ছেলে। ভুক্তভোগী নুরুল হক ভূইয়া মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ছিলেন। তিনি আখাউড়া দক্ষিণ ইউনিয়ন পরিষদের তিনবারের চেয়ারম্যান এবং একবার আখাউড়া পৌরসভার মেয়র ছিলেন। মেয়র পদপ্রার্থী নুরুল হক ভূইয়া অভিযোগ করে বলেন, ‘রাতে সড়কবাজারে একটি চায়ের দোকানে বসে চা পান করছিলাম। এ সময় সোহাগসহ আরো কয়েকজন দোকানে আসে। তাকজিল খলিফা কাজলের বিরুদ্ধে নির্বাচনে প্রার্থী হওয়ায় সোহাগ আমাকে জুতাপেটা করে। আমি থানায় সাধারণ ডায়েরি করেছি।’ আখাউড়া পৌরসভার বর্তমান মেয়র ও আওয়ামী লীগ মনোনীত মেয়র পদপ্রার্থী তাকজিল খলিফা কাজল বলেন, নুরুল হক ভূইয়াকে জুতাপেটা করার ঘটনা তিনি জানেন না। তিনি ঢাকায় আছেন। যদি এমন কিছু হয়ে থাকে তাহলে পুলিশ অভিযুক্তের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবে। যদি সে দলের কেউ হয়ে থাকে, তাহলে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে। এ ব্যাপারে আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রসুল আহমদ নিজামী বলেন, ‘হামলাকারী সোহাগের বিরুদ্ধে থানায় আরো চারটি মামলা রয়েছে। জুতাপেটার ঘটনায় সাধারণ ডায়েরি হয়েছে। বিষয়টির তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’ প্রসঙ্গত, আগামী ১৪ ফেব্রুয়ারি আখাউড়া পৌরসভা নির্বাচনের ভোট গ্রহণ হবে। পৌরসভায় মোট ভোটার সংখ্যা ২৮ হাজার ৯১০ জন। এর মধ্যে পুরুষ ভো




Leave a Reply

Your email address will not be published.