সমাজের আলো : মুজিববর্ষে প্রধানমন্ত্রীর উপহার ভূমিহীন ও গৃহহীনদের গৃহ নির্মাণ কাজ পরিদর্শন করেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোঃ হুমায়ুন কবির। শনিবার দুপুরে আশাশুনি উপজেলার চাপড়ায় তিনি গৃহ নির্মাণ কাজ পরিদর্শন করেন। পরিদর্শনকালে জেলা প্রশাসক মোঃ হুমায়ুন কবির বলেন মাননীয় প্রধানমন্ত্রীর মুজিববর্ষের উপহার ভূমিহীন গৃহহীনদের জমিসহ গৃহ প্রদান এক যুগান্তকারী পদক্ষেপ।জেলায় যেন কোন প্রকৃত ভূমিহীন গৃহহীন এ প্রকল্প থেকে বঞ্চিত না হয় তার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। জনপ্রতিনিধি গৃহ নির্মাণ কাজে যেন কোন অনিয়ম না হয় এবং শতভাগ স্বচ্ছতার সাথে সম্পন্ন হয় তার জন্য তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের সজাগ থাকার আহ্বান জানান। এর আগে তিনি মরিচ্চাপ রিভারভিউ কেওড়া পার্ক পরিদর্শনকালে পার্কের সৌন্দর্য বৃদ্ধি ও অবকাঠামোগত উন্নয়নের ঘোষণা দেন। পরে উপজেলা পরিষদে অসহায় পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন আশাশুনি উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবিএম মোস্তাকিম,উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হুসেইন খাঁন,সহকারী কমিশনার ভূমি শাহিন সুলতানা, থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ গোলাম কবির, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সোহাগ খান, সদর ইউপি চেয়ারম্যান স,ম সেলিম রেজা মিলন প্রমুখ।




Leave a Reply

Your email address will not be published.