সমাজের আলো: ঝালকাঠি ॥ ঝালকাঠির সাবেক জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. নবেজ উদ্দিন সরকারের বিরুদ্ধে দুর্নীতি, অনিয়ম ও উৎকোচের অভিযোগ তদন্তে প্রমান পাওয়া গেছে। সোমবার দুপুরে কাঁঠালিয়া উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে বিভাগীয় উপপরিচালক এস এম ফারুক তদন্ত শেষে সাংবাদিকদের এ কথা জানান। সাবেক এ শিক্ষা কর্মকর্তা ঝালকাঠি জেলায় চাকুরিকালে শিক্ষক-কর্মচারীদের কাছ থেকে উৎকোচ বানিজ্য করতেন। কারণে অকারণে তাদেরকে শোকজ করে অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। গত বছরের ৬ নবেম্বর কাঁঠালিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান এমাদুল হক মনির নবেজ উদ্দিন সরকারের বিরুদ্ধে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক লিখিত অভিযোগ দেন। এ অভিযোগের প্রেক্ষিতে তদন্ত শুরু হয়। বিভাগীয় উপপরিচালক এস এম ফারুক কাঁঠালিয়া শিক্ষা অফিসে শিক্ষক-কর্মচারীদের উপস্থিতিতে তদন্ত করেন। তদন্তকালে ১০-১৫ জন প্রধান শিক্ষকের লিখিত বক্তব্য নেওয়া হয়। তদন্তকালে মো. নবেজ উদ্দিন সরকার উপস্থিত ছিলেন। তদন্তে শিক্ষা কর্মকর্তার দুর্নীত ও অনিয়মের প্রমান পাওয়া যায়। তদন্তকারী কর্মকর্তা বলেছেন, অধিকতর তদন্ত চলছে, অভিযুক্ত কর্মের শান্তি ভোগ করবেন। তবে অভিযুক্ত শিক্ষা কর্মকর্তা মো. নবেজ উদ্দিন সরকার সকল অভিযোগ অস্বীকার করেন।




Leave a Reply

Your email address will not be published.