সমাজের আলো : ঝাউডাঙ্গার ৪নং ওয়ার্ডের সদস্য পদে বিজয়ী হয়েই পরাজিত প্রার্থীর নির্বাচনী অফিস ভাংচুর এবং কর্মী সমর্থকদের বাড়িতে হামলা ও খুন জখমের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধায় সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোত্তালেব মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন, সদরের গোবিন্দকাটি গ্রামের মৃত. বীর মুক্তিযোদ্ধা মতিয়ার রহমান শেখের পুত্র আব্দুল খালেক। লিখিত অভিযোগে তিনি বলেন, আমার বড় ভাই আব্দুল মালেক ঝাউডাঙ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনে মোরগ প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। কিন্তু নির্বাচনে সামান্য ভোটের ব্যবধানে একই গ্রামের মৃত. আজিজার রহমানের পুত্র তালা প্রতীকের প্রার্থী আজাদ হোসেনের কাছে পরাজিত হন। আজাদ হোসেনে নির্বাচনে বিজয়ের খবর পেয়ে তার কর্মী রানা, সোহাগ হোসেন, আব্দুল আলিম, আবু হাসান, পুত্র গোলাম আবু মুছা, মৃত.ওলিয়ার রহমান, তরিকুল ইসলাম, আজহারুল ইসলাম, গফুর হোসেন মোস্তাফিজুর রহমান, শাওন হোসেন, জিয়াউর রহমান, রইচ উদ্দীন, বাকী বিল্লাহসহ ২০/২৫ জন এক হয়ে গোবিন্দকাটি তিন রাস্তার মোড়ে নির্বাচনী অফিস ভাংচুর করে। একই দিন রাত ১০টার দিকে ভাইয়ের কর্মী আলাউদ্দীনের বাড়িতে হামলা করে ভাংচুর করে, বাড়ির বিছলি গাদায় আগুন ধরিয়ে দিয়ে ক্ষতিসাধন করে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ পূর্বক এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখতে সাতক্ষীরা পুলিশ সুপার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।




Leave a Reply

Your email address will not be published.