ঝিকরগাছা প্রতিনিধি:তরুণ প্রজন্মকে বই পাঠের মধ্য দিয়ে কল্পনাশক্তি বৃদ্ধি, মানবিক গুণাবলী বিকশিত করতে জ্ঞানচর্চায় উৎসাহিত এবং জীবনমুখী দিক্ষায় দিক্ষিত করার ক্ষেত্রে বই পাঠের বিকল্প নেই। সব বয়সের সব ধর্মের মানুষ একসঙ্গে বসে নানাবিধ জ্ঞানচর্চার মাধ্যমে নিজেকে আবিষ্কার করবে অনন্য এক মাত্রায়। যুক্তি-তর্ক হবে, জ্ঞানের আদান-প্রদান হবে এবং পাঠচক্রের মধ্য দিয়ে আমাদের আগামী প্রজন্মকে আলোকিত মানুষ হিসেবে গড়ে উঠতে সহযোগিতা করবে এই প্রত্যাশা ব্যক্ত করে বক্তব্য প্রদান করেন অনুষ্ঠানের প্রধান অতিথি। “পড়লে বই আলোকিত হই, না পড়লে বই অন্ধকারের রই এবং মাদক, মোবাইল ও মটরসাইকেল ছাড়ি, পড়ার অভ্যাস গড়ে তুলি” এই স্লোগান নিয়ে আজ সকালে স্বেচ্ছাসেবী সংস্থা পেন ফাউন্ডেশনের কর্তৃক পরিচালিত পেন ফাউন্ডেশন পাবলিক লাইব্রেরীর উদ্যোগে ঝিকরগাছা সরকারি এম. এল. মডেল হাই স্কুলে পাঠচক্র ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাহিত্যিক ও পেন ফাউন্ডেশনের সভাপতি মোঃ সফিয়ার রহমান। পেন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মেঘনা ইমদাদ এর সভাপতিত্বে বিশেষ উপস্থিত ছিলেন ঝিকরগাছা সরকারি এম. এল. মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান আযাদ ও পেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ইমদাদুল হক ইমদাদ। পাঠচক্রের উপর মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিশিষ্ট সাহিত্যিক কবি টিপু সুলতান। শিক্ষার্থীদের মধ্য থেকে ৮ম শ্রেণীর অনন্ত কুমার ধর ও ৯ম শ্রেণীর মারজানা আক্তার শাম্মী বক্তব্য প্রদান করেন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ঝিকরগাছা সরকারি এম. এল. মডেল হাই স্কুলের সহকারী শিক্ষক মাজহারুল ইসলাম, পেন ফাউন্ডেশনের সমন্বয়কারী রিজন বিশ্বাস, প্রোগ্রামার ম্যানেজর মোঃ আয়ুব হোসেন, স্বপ্নলোকের পাঠশালা’র শিক্ষক বিথি খাতুন প্রমূখ। অনুষ্ঠানে পেন ফাউন্ডেশন পাবলিক লাইব্রেরী কর্তৃক আয়োজিত প্রতি মাসের ২য় ও শেষ শুক্রবার পাঠচক্রে অংশগ্রহণ করার জন্য অনুরোধ করা হয়।




Leave a Reply

Your email address will not be published.