সমাজের আলো : হেলেনা জাহাঙ্গীর। পুরোনো ছবি মালয়েশিয়া প্রবাসী একজনের কাছ থেকে পাঁচ লাখ টাকা নেওয়ার বিষয়ে একটি ফোনালাপ ফাঁস হয়েছে র‌্যাবের হাতে গ্রেপ্তার হওয়া জয়যাত্রা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা হেলেনা জাহাঙ্গীরের। ওই অডিও ক্লিপে হেলেনা জাহাঙ্গীর বলেন, ‘টাকাটুকা দিবে? টাকা দিলে একেবারে ভাইরাল করে দিব। একদম। পরবর্তীতে এমপি ফাইনাল। আমি তো ভাইরাল করার ওস্তাদ।’ র‌্যাবের হাতে গ্রেপ্তার জয়যাত্রা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা হেলেনা জাহাঙ্গীরের এমন একটি ফোনালাপ সম্প্রতি ভাইরাল হয়েছে। মালয়েশিয়া প্রবাসী মেহেদী নামে একজনের কাছ থেকে পাঁচ লাখ টাকা ঘুষ নেওয়ার বিষয়ে হেলেনা জাহাঙ্গীর তার ব্যক্তিগত সহকারীকে (পিএস) কথাগুলো বলছিলেন। সেই অডিও ক্লিপে হেলেনা জাহাঙ্গীর নিজের পিএসকে বলছিলেন, ‘মালয়েশিয়ার মেহেদী আছে না? ও আমাকে ডিস্টার্ব করতেছে। এসএমএসে। বিভিন্ন মানুষকে দিয়ে কল করাচ্ছে। তুমি তাকে বলবা- ঠিক আছে, আপনি পাঁচ লাখ টাকা দেন। ম্যাডামকে আমি রাজি করাই। ইউ মেক পলিসি অ্যাপ্লাই। বুঝছ? পলিসি মেক না করলে মেকার হতে পারবে না।’ অন্য প্রান্ত থেকে পিএস বলছিলেন, ‘আজকে কি কল করেছিল ম্যাম?’ হেলেনা বলছিলেন, ‘নানা মানুষকে দিয়ে আমাকে ফোন করাচ্ছে। পুলিশ আছে না একটা?’ অন্য প্রান্ত থেকে বলছে, ‘পারভেজের কথা কী বলে?’ হেলেনা বলেন, ‘ওর কথা বাদ। তুমি বলো- মাসে এক লাখ করে টাকা দেন। পাঁচ থেকে ছয় মাস পর আপনাকে ব্যুরো চিফ বানাইয়া দেব মালয়েশিয়ার। আমাদের তো এখন টাকা দরকার, অন্য কোনো কথা নাই। বলবা কী- আমাকে দিয়েন না। অফিসকে দেন।




Leave a Reply

Your email address will not be published.