জি এম ফিরোজ উদ্দিন,মণিরামপুর, যশোর : যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জের বিভিন্ন এলাকায় পানিতে জাগ দেওয়া পাটের আঁশ ছাড়াতে ব্যস্ত সময় কাটাচ্ছেন কৃষকরা। রাজগঞ্জের বিভিন্ন অঞ্চলে কৃষকরা পাটের আঁশ ছাড়ানোর কাজ শুরু করেছেন। এলাকার কৃষাণ-কৃষাণি রাস্তাঘাট, মাঠ ও বাড়ির আঙিনায় পাটের আঁশ ছাড়ানোর কাজ করছেন। পশ্চিম মণিরামপুরের রাজগঞ্জের ঝাঁপা, চালুয়াহাটি, মশ্মিমনগর, রোহিতা, খেদাপাড়া ও হরিহরনগর ইউনিয়নের বিভিন্ন এলাকায়, রাস্তার ধারে, বাঁওড় ও পুকুর পাড়ে পাটের আঁশ ছাড়াতে ব্যস্ত অনেকেই। তবে এ কাজে নারীদেরও ব্যস্ত দেখা গেছে। রাজগঞ্জ-মণিরামপুর সড়কের পাশে পুকুরপাড়ে পাটের আঁশ ছাড়ানো ও পাটখড়ি গোছাতে ব্যস্ত গৃহবধূ মোমেনা খাতুন (৪০) বলেন, আমরা এখানে কাজ করছি পাটখড়ির জন্য। দুই আঁটি পাটের আঁশ ছাড়ালে এক আঁটি খড়ি পাবো। দিনে ৫০ থেকে ৬০ আঁটি পাটের আঁশ ছাড়াতে পারলে অর্ধেকটা খড়ি আমি নিতে পারবো মালিকের কাছ থেকে। এতে মালিকও লাভবান, আমরাও লাভবান। ঝাঁপা বাঁওড়ের গোয়ালঘাটায় পাটের আঁশ ছাড়াচ্ছেন মোসলেম উদ্দিন (৫০), খলিলুর রহমান (৫২), শফিকুল ইসলাম (৩৮), আব্দুল খালেক (৫২), আবুল কাসেম (৫০) সহ বেশ কজন শ্রমিক। তারা আঁটি চুক্তিতে পাটের আঁশ ছাড়াচ্ছেন। এর মধ্যে মোসলেম উদ্দিন বলেন, আমাদের শ্রমিক হিসেবে নিয়ে মালিক কাজ করাচ্ছেন। পাটের মালিক জুলফিকার আলী বলেন, এ বছর পাটের ফলন ভালো হয়েছে। আশা করি দামও ভালো পাবো। চালুয়াহাটি ইউনিয়ন উপসহকারী কৃষি কর্মকর্তা এসএম মারুফুল হক বলেন, এ বছর পাটের দাম ভালো থাকার কারণে কৃষক পাট চাষে আগ্রহ প্রকাশ করেছেন। রাজগঞ্জ অঞ্চলে এবার উচ্চফলনশীল জাতের পাট চাষ করা হয়েছে। খুব ভালো জাতের পাট। ফলনও অনেক ভালো হয়েছে। আশা করি কৃষক দামও ভালো পাবে।




Leave a Reply

Your email address will not be published.