সমাজের আলো : চাঁদপুরে টেন্ডার বাক্স ভেঙে শিডিউল ছিনতাই হয়েছে। মতলব দক্ষিণে জেলা পরিষদের সদস্য, সাবেক ছাত্রলীগ নেতা আল আমিন ফরাজির নেতৃত্বে ইউএনওর অফিস থেকে সরকারের উন্নয়নমূলক কাজের টেন্ডার বাক্স ভেঙে দরপত্র ছিনিয়ে নেয়া হয়েছে। উপজেলা নির্বাহী অফিসারের কক্ষে এমন ঘটনায় থানায় মামলা হয়েছে। এর সাথে জড়িত মাইন উদ্দিন দেয়ান নামে একজনকে আটক করেছে পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার দুপুর পৌনে ২টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা কক্ষে থাকা টেন্ডার বাক্স ভেঙে দরপত্র (শিডিউল) ছিনিয়ে নিয়ে যান জেলা পরিষদের সদস্য আল আমিন ফরাজীসহ বেশ কয়েকজন দুষ্কৃতকারী। খোঁজ নিয়ে জানা গেছে, বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় ২০২১-২০২২ অর্থবছরে গ্রামীণ মাটির রাস্তাসমূহ টেকসইকরণের লক্ষে ‘হেরিন বোন বন্ড (এইচ বিবি) করণ (২য় পর্যায়) প্রকল্পের আওতাধীন পাঁচটি প্যাকেজের শিডিউল জমা দেওয়ার শেষ তারিখ ছিল সোমবার দুপুর ১টায়।ঠিকাদারদের শিডিউল জমা দেয়ার পর প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) রবিউল ইসলাম টেন্ডার বাক্স সিলগালা করে চলে যান। এরপরই আল আমিন ফরাজী তার দলবল নিয়ে ইউএনওর কক্ষে ঢুকে টেন্ডার বাক্স ভেঙে জমাকৃত শিডিউল ছিনিয়ে নিয়ে যান।




Leave a Reply

Your email address will not be published.