সমাজের আলো: নির্বাচনে হেরে পরাজয় স্বীকারে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের পরাজয় মেনে নিতে অস্বীকৃতিকে বিব্রতকর অবস্থা বলে বর্ণনা করেছেন প্রেসিডেন্ট নির্বাচিত জো বাইডেন। রিপাবলিকান সাবেক প্রেসিডেন্ট ডব্লিউ বুশসহ বিশ্ব নেতারা বাইডেনকে তার বিজয়ের জন্য অভিনন্দন জানিয়ে বার্তা দিলেও ট্রাম্প মানতে রাজি নন। তিনি উল্টো আইনি চ্যালেঞ্জের পথে হাঁটছেন। সর্বশেষ নির্বাচনে অনিয়মের অভিযোগ তদন্তের জন্য এটর্নি জেনারেল উইলিয়াম বার তার কেন্দ্রীয় আইনজীবিদের নির্দেশ দিয়েছেন। ওদিকে প্রথাগত নিয়ম অনুযায়ী আগামী ২০শে জানুয়ারি নির্বাচিত প্রেসিডেন্ট বাইডেনের হাতে ক্ষমতা বুঝে দেয়ার কথা ট্রাম্পের। কিন্তু তিনি এখনও পরাজয় মেনে নেন নি। এক্ষেত্রে নতুন এক জটিলতা সৃষ্টি হতে পারে। এ অবস্থায় নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন মনে করছেন কোনো কিছুই ক্ষমতা হস্তান্তরকে থামাতে পারবে না।




Leave a Reply

Your email address will not be published.