সমাজের আলো : অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ ট্রাইব্যুনালের দেয়া রায় ও ডিক্রি বাস্তবায়ন আদেশ অমান্য করায় মাদারীপুর জেলা প্রশাসক ড. রহিমা খাতুনের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা দায়ের করা হয়েছে।মাদারীপুর পৌর শহরের চরমদনরায় এলাকায় এস.এম গোলাম রানা এবং তার স্ত্রী সাহিদা বেগম বাদী হয়ে জেলা প্রশাসকের অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ ট্রাইব্যুনালে-২ এ মামলা করেন। মামলার শুনানির পর বাদীপক্ষের আইনজীবী প্রদীপ চন্দ্র সরকার সাংবাদিকদের সোমবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন।

মামলার বাদীপক্ষ তার আরজীতে বলেন, তার চরমদনরায় সাড়ে ৫ শতাংশ জমি অর্পিত সম্পত্তি তালিকাভুক্তি হলে বাদী অবমুক্তির জন্য সংশ্লিষ্ট ট্রাইব্যুনালে একটি মামলা দায়ের করে। অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ ট্রাইব্যুনাল গত ২০১৮ সালে বাদীপক্ষকে রায় ও ডিক্রি প্রদান করেন। সরকারপক্ষ পরবর্তীতে রায়ের বিরুদ্ধে উচ্চ আপীল মামলা করে হেরে যাওয়ায় রায় ডিক্রি বাস্তবায়নের জন্য আদালত থেকে ডিসিকে নির্দেশনা দিলেও সে বাস্তবায়ন করেননি। ফলে বাদীপক্ষ আদালত অবমাননা আইন ২০১৩-এর ১১ ধারায় এ মামলা দায়ের করলে সোমবার বিকেলে মামলার শুনানি হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত আদালত ডিসি বিরুদ্ধে প্রয়োজনীয় আদেশের জন্য অপেক্ষমাণ রেখেছেন।

এব্যাপারে মামলার বাদী এস.এম গোলাম রানা বলেন, ‘জেলা প্রশাসক আদালতের রায় বাস্তবায়নে গড়িমসি করেছে। যে কারণে তাকে বিবাদী করে মামলা দিতে বাধ্য হলাম। এখন আদালত সিদ্ধান্ত নিবে, রায় বাস্তবায়ন হবে কিনা। আমরা ন্যায় বিচার চাই।’এব্যাপারে মাদারীপুর জেলা প্রশাসক ড. রহিমা খাতুন মঙ্গলবার(১১ জানুয়ারি) সকালে জানান, আমারা বিষয়টি জানতাম না, এখন জানতে পেরেছি, দেখছি কী করা যায়।




Leave a Reply

Your email address will not be published.