সমাজের আলো : নোয়াখালীর বসুরহাটের পৌর মেয়র কাদের মির্জা গতকাল অনুসারীদের নিয়ে লাঠি হাতে বিক্ষোভ মিছিল করেন ষআমাদের সময় মিছিলে চলছে নানা স্লোগান। ‘ওসি রইন্যার (মীর জাহেদুল হক রনি) চামড়া- তুলে নেব আমরা’, ‘শামিমের (এএসপি শামিম কবির) চামড়া তুলে নেব আমরা’, ‘ইউএনওর চামড়া’ তুলে নেব আমরা’, ‘ডিসির চামড়া- তুলে নেব আমরা’, ‘এসপির চামড়া- তুলে নেব আমরা’। মাইকে এমন সব উত্তেজনাপূর্ণ স্লোগানে সুর মেলান নোয়াখালীর বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা। শতাধিক অনুসারী নিয়ে লাঠি হাতে এ মিছিল করেছেন তিনি। গতকাল রবিবার সকাল সাড়ে ৮টায় মেয়র কাদের মির্জার নেতৃত্বে মিছিলটি বসুরহাট বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বঙ্গবন্ধু চত্বরে প্রতিবাদ সভা করে। এ সময় বক্তব্যে
থেকে অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) শামিম কবির, উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউল হক মীর, সহকারী কমিশনার ভূমি (এসিল্যান্ড) সুপ্রভাত চাকমা ও ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনির প্রত্যাহার দাবি করেন বসুরহাট মেয়র। এ জন্য তিনি সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে ইঙ্গিত করে ২৪ ঘণ্টার সময়ও বেঁধে দেন। অন্যথায় পৌরসভা চত্বরে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করার হুমকি দেন। প্রতিপক্ষের দিকে ইঙ্গিত করে কাদের মির্জা বলেন, ‘এখানে প্রশাসনের ছত্রছায়ায় ওরা তা-ব চালাচ্ছে। ডিসি-এসপির নির্দেশে টাকার জন্য প্রশাসন তাদের সমর্থন দিচ্ছে। ওরা এখানে একরামের (নোয়াখালী-৪ আসনের এমপি) রাজত্ব কায়েম করতে চায়।’
মির্জার অভিযোগ, ‘শনিবার রাতে আমার অন্তত ১৫ জনকে গুলি করা হয়েছে। এর মধ্যে দুজন ঢাকা মেডিক্যালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। কিন্তু প্রশাসন একজন আসামিকেও গ্রেপ্তার করেনি। শুনেছি দুজনকে আটক করেও ছেড়ে দিয়েছে।’বসুরহাট পৌরসভার মেয়র আরও বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমার সঙ্গে আছেন। ওবায়দুল কাদেরের সঙ্গে আমার দূরত্ব থাকলেও এখন নেই। তবুও প্রশাসন আমার কথা শুনছে না। তারা আমার ছেলেদের ধরে এনে মারধর করছে।’ কাদের মির্জা তার অনুসারীদের নিজ নিজ এলাকায় সংগঠিত হয়ে মিছিল সমাবেশ করার নির্দেশ দেন। এতে কেউ বাধা দিলে তা প্রতিহত করারও নির্দেশ দেন।এদিকে আওয়ামী লীগের দুই পক্ষের সহিংসতায় আবারও উত্তেজনা বিরাজ করছে নোয়াখালীর বসুরহাটে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের নিজ এলাকা কোম্পানীগঞ্জে গত পাঁচ মাস ধরে দলীয় দুই গ্রুপের সংঘর্ষে অস্থিতিশীল পরিস্থিতি বিরাজ করছে। স্থানীয় অধিবাসীরা এ অবস্থা থেকে দ্রুত পরিত্রাণ চেয়েছেন।ইতোমধ্যে সহিংসতায় স্থানীয় এক সাংবাদিকসহ দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও শতাধিক। অর্ধশতাধিক মামলায় গ্রেপ্তারও হয়েছেন শতাধিক নেতাকর্মী। সর্বশেষ শনিবার রাতে প্রতিপক্ষের হামলায় কাদের মির্জার ৯ অনুসারী গুলিবিদ্ধ হন। বর্তমানে বসুরহাটে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।




Leave a Reply

Your email address will not be published.