সমাজের আলো : হত্যা মামলা থেকে জামিনে এসে মিথ্যা মামলা দায়ের করে ন্যায্য বিচার থেকে বঞ্চিত করার পায়তারা চালাচ্ছে ডুমুরিয়ার আলোচিত সিরাজুল হত্যাকান্ডের মূল পরিকল্পনাকারী ফুলমতি বেগম। এবিষয়ে মিথ্যা মামলার শিকার হয়ে সাতক্ষীরার তালা থানার মদনপুর গ্রামের মৃত চাঁদ আলীর পুত্র রেজাউল ইসলাম (৩৮) এর মিথ্যা মামলা থেকে রেহাই পেতে বিভিন্ন স্থানে দৌড় ঝাপ করছে। সে জানায় ঘটনার দিন তালার মদনপুর এলাকায় ইজিবাইক নিয়ে দাঁড়িয়ে ছিলো। আপন খালাতো ভাই হত্যার শিকার হয়েছে এ সংবাদ জানতে পেয়ে বিষয়টি ১৮ মাইল ক্যাম্প ইনচার্জকে ফোন করলে তিনি ঘটনাস্থলে আছেন বলে তাকে নিশ্চিত করে। রেজাউল ইসলাম পেশায় ইজিবাইক চালক। তার দাবী এখন ডিজিটাল যুগ। ঘটনার দিন কোথায় ছিলাম তা মোবাইল ফোন ট্রাকিং করলে নিশ্চিত হওয়া যাবে। তার আকুল আবেদন হতদরিদ্র হওয়ায় জীবিকার তাগিদে এ মিথ্যা মামলা থেকে পরিত্রাণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছি। মাত্র ৬ শতক জমির জন্য আপন চাচাতো ভাইয়েরা সিরাজুল ইসলাম (৪৫) নামের এক ভাইকে লোহার লাঠি ও বাঁশ দিয়ে মারাত্মকভাবে রক্তাক্ত করে ঘটনাস্থলেই মৃত্যু নিশ্চিত করে। এসময় আরো কয়েকজন আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়। ঘটনাটি খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার বেতাগ্রামে গত ৩১ আগস্ট ২০২০ সকাল সাড়ে ৯ টার দিকে ঐ বিরোধপূর্ণ ৬ শতক জমি নিয়ে একই গ্রামের মোক্তার গাজীর পুত্ররা ও তার ভাই আমজাদ গাজীর পুত্ররা বিরোধে জড়িয়ে পড়ে। এঘটনায় মোক্তার গাজীর পুত্র সিরাজুল ইসলাম গাজীকে তার আপন চাচাতো ভাই নজরুল গাজী, হাসান গাজী, হোসেন গাজী, তার মা ফুলমতি বেগম ও মরিয়ম বেগম পিটিয়ে হত্যা করে। এঘটনায় ডুমুরিয়া থানায় মোক্তার গাজীর পুত্র আজাহারুল গাজী বাদী হয়ে একটি এজাহার দাখিল করে। যার মামলা নং ০, তাং- ৩১/০৮/২০২০। ঘটনার পর আসামী ফুলমতি বেগম ও হাসান আলীকে পুলিশ গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করে রিমান্ড আবেদন করে। রিমান্ডে থাকাবস্থায় ঐ ২ আসামী হত্যাকান্ডের ঘটনার গুরুত্বপূর্ণ তথ্য ও আলামত পুলিশের নিকট স্বীকার করে। এঘটনায় মামলা তদন্তকারী কর্মকর্তা ইলিয়াস হোসেন, আসামীদের ১৬৪ ধারায় জবানবন্দী প্রদানের জন্য আদালতে সোপর্দ্দ করে আবেদন করেন। এর মধ্যে উচ্চ আদালতের জামিনে ধৃত ২ আসামী বাড়িতে এসে নতুন এক কৌশল অবলম্বন করেছে। এতে এলাকার অসহায় হতদরিদ্র বিভিন্ন শ্রেণীপেশার একাধিক মানুষকে আসামী করে একটি মিথ্যা মামলা বিজ্ঞ অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আমলী আদালত-খ অঞ্চলে দাখিল করে। বিজ্ঞ আদালত মামলাটি পুনরায় তদন্তের জন্য ওসি ডুমুরিয়াকে নির্দেশ প্রদান করে তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলে। এদিকে মামলার ১নং আসামী সহ অন্যান্য আসামীরা এখনো পলাতক রয়েছে। এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা এ প্রতিবেদককে জানিয়েছেন, আসামীদের বিরুদ্ধে আনিত অভিযোগ তদন্তের প্রেক্ষিতে তারা হত্যাকান্ডের সাথে জড়িত রয়েছে মর্মে স্বীকারোক্তি দিয়েছে যা আদালতে প্রেরণ করা হয়েছে। এখন আসামীরা বাড়িতে ফিরে একটি মনগড়া মামলা দাখিল করলে তা কতটুকু কার্যকর বোধগম্য নয়।




Leave a Reply

Your email address will not be published.