সমাজের আলো: প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনা সরকারের সমালোচনা করার আগে আয়নায় নিজেদের চেহারা দেখার জন্য বিএনপির প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, গুজব রচনা ও মিথ্যা বলে জনগণকে বিভ্রান্ত করা বিএনপির জন্মগত অভ্যাস। যাদের গায়ে হাজারো কাদার ছিটা (কালিমায় লেপা) তারা আবার বড় কথা বলে কোন্ মুখে? সেটাই আমার প্রশ্ন। দেশে-বিদেশে নানাভাবে নানা অপপ্রচার চালানোর চেষ্টা চলছে। তবে যে যাই বলুক- শত্রুর মুখে ছাই দিয়েই বাংলাদেশ এগিয়ে যাবে। বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবেই। বিএনপির নেতৃত্ব শূন্যতা আর দলটির প্রতি জনগণের অনাস্থা প্রকাশের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী আরও বলেন, যাদের গায়ে দুর্নীতির ছাপ। যারা ক্ষমতায় থাকাকালে বাংলাদেশ পাঁচ পাঁচবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে। দুর্নীতির দায়ে এতিমের টাকা আত্মসাতের কারণে যে দলের প্রধান কারাবরণ করে। দশ ট্রাক অস্ত্র চোরাকারবারির মামলা ও ২১ আগস্ট গ্রেনেড হামলার মামলায় সাজাপ্রাপ্ত এরা (তারেক রহমান) যখন কোন দলের নেতৃত্বে থাকে, সেই দল জনগণের কাজ করবে কিভাবে? স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে মঙ্গলবার একাদশ জাতীয় সংসদের শীতকালীন একাদশ অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণ সম্পর্কিত সাধারণ প্রস্তাব ও সমাপনী অধিবেশনে বক্তব্য রাখতে গিয়ে স্থানীয় সরকার নির্বাচনগুলোতে আওয়ামী লীগের সমর্থন বৃদ্ধির কারণ ব্যাখ্যা করে প্রধানমন্ত্রী আরও বলেন, বিএনপিতে এখন নেতৃত্বের অভাব। কাজেই তারা যতই বক্তৃতা দিক আর যত কথাই বলুক- সাজাপ্রাপ্ত ও পলাতক আসামিরা যখন একটি দলের নেতা তাদের ওপর জনগণের আস্থা ও বিশ্বাস থাকে না। দলটির ওপর সেই আস্থা বিশ্বাস মানুষের নেই। আস্থার জায়গাটা থেকে সরে গেছে। মানুষ আওয়ামী লীগের কাছ থেকে যেহেতু সেবা পেয়েছে, দেশের উন্নয়ন হচ্ছে, মানুষের কল্যাণ হচ্ছে- কাজেই স্বাভাবিকভাবেই দেশের মানুষের আস্থা ও বিশ্বাস আওয়ামী লীগ অর্জন করেছে। যার প্রতিফলন আমরা দেখলাম আমাদের স্থানীয় সরকার নির্বাচনগুলোতে। শেখ হাসিনা বলেন, দেশের মানুষ এখন আন্তরিকতার সঙ্গে ভোট দিচ্ছে। এখন ইভিএমের মাধ্যমে ভোট হচ্ছে যেখানে কারচুপি করার কোন সুযোগ নেই। যার যার ভোট সে নিজে দিতে পারে। অতীতের নির্বাচনকালীন প্রহসনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ১০টা হোন্ডা, ২০টা গু-া- নির্বাচন ঠা-া- সেদিন আর এখন নেই বা ভোট বন্ধ থাকলেও একজনকে নির্বাচিত ঘোষণা করা হতো- সেদিনও নেই। তিনি বলেন, মেয়র নির্বাচনে কাউন্সিলরদের মধ্যে কখনও কখনও গোলমাল হয়, সেটা আলাদা। অতীতের নির্বাচনগুলো কেমন ছিল সেই প্রশ্ন উত্থাপন করে তিনি বলেন, যাদের গায়ে হাজারাও কাদার ছিটা তারা আবার বড় কথা বলে কোন মুখে? সেটাই আমার প্রশ্ন। প্রধানমন্ত্রী বলেন, আমি বিশ্বাস করি, সততা নিয়ে কাজ করলে দেশের উন্নয়ন করা যায়, আমরা তা প্রমাণ করেছি। আর সেই কাজের সুফল জনগণ পেলে সেটাই আমার তৃপ্তি। কেউ আন্তরিকতার সঙ্গে কাজ করলে অবশ্যই দেশের উন্নতি করা যায়। আমরা সুষ্ঠু ও পরিকল্পিতভাবে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছি। যার সুফল এদেশের মানুষ পাবে। গত ১২ বছরে তার সরকারের আমলে দেশের এমন কোন জায়গা নেই যেখানে উন্নয়ন হয়নি। ধারাবাহিকভাবে ক্ষমতায় থাকায় আমাদের উন্নয়ন প্রকল্পগুলো বাস্তবে রূপ নিচ্ছে, যার সুফল দেশবাসী পাচ্ছে। মুজিববর্ষে দেশের কোন মানুষ গৃহহীন থাকবে না পুনর্বার উল্লেখ করে তিনি বলেন, মুজিববর্ষে মুজিবের (জাতির পিতা শেখ মুজিবুর রহমান) বাংলায় কেউ গৃহহীন থাকবে না, ঠিকানাহীন থাকবে না। আমরা সবার জন্য নিজস্ব ঠিকানা করে দেব।




Leave a Reply

Your email address will not be published.