সমাজের আলোঃ তালার খেরশা ইউনিয়নের মুড়াগাছা গ্রামের আলোচিত প্রতিবন্ধী পরিবারকে পৈতৃক ভিটাবাড়ি থেকে তাড়িয়ে দেয়ার জোর ষড়যন্ত্র করে ব্যর্থ হয়ে বিমাতা ভাই মোঃ আজহারুল ইসলাম টুটুল (বিমান বাহিনীর সদস্য) তার বিমাতা বড় ভাই প্রতিবন্ধী শেখ সিরাজুল ইসলামে (তহিদ)র নামে ১০ নং খেশরা ইউনিয়ন পরিষদের গ্রাম আদালতে ভিটাবাড়ি জোর জবর দখলের মামলা দায়ের করেন। মামলা নং ০৫/২১। এ বিষয়ে ইউনিয়ন পরিষদের গ্রাম আদালতে ইং ০৭/০২/২১ তারিখ হাজির হওয়ার জন্য ইং ০২/০২/২১ তারিখ ফেশরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গ্রামপুলিশ দিয়ে প্রতিবন্ধী সিরাজুলকে নোটিশ পাঠান। নোঠিশ অনুযায়ী প্রতিবন্ধী সিরাজুল পরিষদে উপস্থিত হয়ে পারিবারিক সমস্যার কারনে তিন সপ্তাহ সময় চেয়ে আবেদন করলে পরিষদ ২৮ ফেব্রুয়ারি ২০২১ খ্রিঃ বিচারের দিন ধার্য করেন। ধার্যকৃত দিনে মামলার বিবাদী হুইল চেয়ারে চড়ে অনেক কষ্টে পরিষদে সকালে হাজির হয়ে দুপুর পর্যন্ত বসে থাকলেও মামলার বাদি (বায়ুসেনা) আজহারুল ইসলাম হাজির হয়নি। জানাগেছে মামলার বাদি ২৮ ফেব্রুয়ারি বিচারের জন্য ধার্যকৃত দিনে পরিষদের গ্রাম আদালতে হাজির না হওয়ার জন্য কোন আবেদনও করেননি। একজন হুইলচেয়ার পার্সন প্রতিবন্ধীকে মিথ্যা মামলায় কেন হয়রানি করা হচ্ছে এবং বাদি কারন দেখিয়ে হাজির না হওয়ার জন্য কোন আবেদন না করেও হাজির হননি কেন- এমন প্রশ্নের জবাবে ১০ নং খেশরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাজিব হোসেন রাজু বলেন এটা আমার আদালতের ব্যাপার। এদিকে প্রতিবন্ধীর বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি সহ তিন পুরুষের ভিটা বাড়ি কোন দলিলপত্র ছাড়াই কিভাবে আজহারুলের একার হল এবং একেবারে চলাচলে অক্ষম হুইলচেয়ার পার্সন একজন প্রতিবন্ধী একাই কিভাবে একটি বসতবাড়ি জবর দখল করলো এবং কিভাবে একাই ফৌজদারি মামলার আসামি হল তা নিয়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। একজন প্রতিবন্ধীর বিরুদ্ধে এ ধরনের মামলা করে বাদী একটি জঘন্যতম এবং কঠোর শাস্তি যোগ্য অপরাধ করেছে এমনটাই দাবি বাংলাদেশ প্রতিবন্ধী কল্যাণ সমিতি সহ বিভিন্ন মহলের । টাকা ও ক্ষমতার জোরে কিছু গ্রাম্য মাতব্বরদের সহায়তায় প্রতিবন্ধী পরিবারটিকে পৈত্রিক ভিটা বাড়ি থেকে তাড়িয়ে দিয়ে আজহারুল ও তার মা বোন মিলে বাড়িটি নিজেদের দখলে নেয়ার জন্য দীর্ঘদিন ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। পৈত্রিক এই বাড়িটিতে চারটি ঘরের দুটি ঘরে প্রতিবন্ধী সিরাজুলের পরিবার ও বাকি দুটি ঘরে আজহারুলের পরিবার বসবাস করে আসছে। প্রতিবন্ধী সিরাজুলের বিমাতা ভাই মোঃ আজহারুল ইসলাম (টুটুল) বাংলাদেশ বিমান বাহিনীর একজন সদস্য এবং তিনি খুব দ্রুত যেকোনো সম্ভ্রান্ত পরিবারের একটি মেয়েকে বিয়ে করবেন বলে জানা গেছে। সম্ভ্রান্ত পরিবার থেকে আত্মীয়-স্বজন বাড়িতে এসে বিমাতা প্রতিবন্ধী ভাইকে দেখলে সন্মান হানি হবে, এবং বোন পুতুলের বিয়ের পুর্বের একটি ভয়ংকর কলঙ্কিত ইতিহাস আছে, বিমাতা ভাই একই বাড়িতে থাকলে যেকোন সময় বোনের স্বামী সহ শশুর বাড়ির লোকদের কাছে সব ইতিহাস ফাস হয়ে যেতে পারে এমন সন্দেহের কারনে প্রতিবন্ধী পরিবারটিকে পৈতৃক বাড়ি থেকে তাড়িয়ে দিতে মরিয়া হয়ে উঠেছে আজহারুল ও তার মা রেবেকা সুলতানা বোন নিশাত জেবিন (পুতুল)। ভিটাবাড়ি না ছাড়ার কারনে প্রতিবন্ধি এই পরিবারটিকে টাকার জোরে কিছু গ্রাম্য মাতব্বরের সহায়তায় সমাজ থেকে প্রায় একঘরে করে রাখা হয়েছে। এমনকি পৈত্রিক সকল জিনিসপত্র প্রতিবন্ধী সিরাজুলকে ভাগ না দিয়ে সৎ-মা ও বিমাতা ভাই আজহারুল জোর পুর্বক ছিনিয়ে নিয়ে আটকে রেখেছে বলে জানা গেছে। এবিষয়ে প্রতিবন্ধী শেখ সিরাজুল ইসলাম তার বিমাতা ভাই মোঃ আজহারুল ইসলামের বিরুদ্ধে প্রতিবন্ধী ও আইন সহায়তাকারী সংগঠনের সহায়তায় আদালতে মামলা করার প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে।




Leave a Reply

Your email address will not be published.