শেখ সিরাজুল ইসলাম : মহামারি করোনার সংক্রমণ রোধে চলমান লকডাউনে ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে সাতক্ষীরা জেলার তালা উপজেলার ১২নং খলিলনগর ইউনিয়নে ১নং ওয়ার্ড হাজরাকাটী কাটবুনিয়া মেম্বার পদ প্রাথী মোঃ সেলিম গাজী সাধারণ মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছেন। মঙ্গলবার সকাল ৮ টা থেকে সকল শ্রেণীর মানুষদের সঙ্গে নিয়ে ঈদের সামগ্রী প্যাকেট করতে শুরু করেন। গ্রামের কিছু কিশোর যুবক স্বেচ্ছাসেবকদের নিয়ে সিমাই চিনি সহ খাদ্য সামগ্রী প্যাকেট করে অসহায় কর্মহীন সহ সকল শ্রেণীর মানুষের বাড়ি বাড়ি মোটরসাইকেল ও ভ্যানে করে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। ঈদের আগে সেমাই, চিনি, দুধ, একসঙ্গে পেয়ে উচ্ছ্বসিত অসহায় ও কর্মহীন মানুষ। এবিষয়ে মোঃ সেলিম গাজী বলেন, ‘করোনা কালীন সময়ে এমনিতেই মানুষ অসহায় হয়ে পড়েছে। কাজ নেই অনেকের। ঘরে ঘরে হাহাকার চলছে। মানুষের এই দুঃসময়ে তাদের পাশে দাঁড়ানো আমার নৈতিক দায়িত্ব বলে আমি মনে করছি। আমি প্রতিবছর অসহায় মানুষের পাশে দাঁড়ায় , তারই ধারাবাহিকতায় এবারও ঈদ সামগ্রী বিতরণ করছি এবং এভাবেই আমি অসহায় মানুষের পাশে সারাজিবন দাড়াতে চাই। আমি মানুষের সেবা করতে ভালোবাসি, আমি সব সময় সাধারণ মানুষের পাশে থাকতে চাই। কারণ আমার পরিবারের সবাই চাকুরীজীবী। আমার ছোট ভাই মোঃ শাহিন গাজী তিনি সাতক্ষীরা জেলার সাতক্ষীরা শাখা জনতা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক, আমার সহধর্মিনী তালা উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের সিনিয়র সেবিকা, ও আমার পিতা তালা বালিকা বিদ্যালয়ে কর্মরত আছেন। আল্লাহ আমাদের কে অনেক কিছু দিয়েছেন। কোন কিছুর লোভ লালসা আমার ভেতরে নাই। আমি বাকি জীবন এভাবে মানুষের সেবা করে কাটিয়ে দিতে চাই।




Leave a Reply

Your email address will not be published.