সমাজের আলো : তালার নগরঘাটা ইউনিয়ন ভূমি অফিসের সরকারী জায়গা থেকে চুরি করে গাছ কেটে নেওয়ার অভিযোগ উঠেছে।গাছ কাটার ঘটনা তদন্ত করছেন তালা এসিল্যান্ড এস.এম তারেক সুলতান। জানাগেছে সরকারী ভূমি অফিসের জায়গায় লাগানো দুইটি মেহগনি গাছ কেটে গায়েব করে দিয়েছেন তিন ভাই। শুক্রবার ভোরে কোনো এক সময় বড় বড় দুটি গাছ কেটে গায়েব করে ফেলেছে। ঘটনাটি সাতক্ষীরা জেলার তালা উপজেলার নগরঘাটা ইউনিয়নের। শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) সকালে ইউনিয়ন ভূমি অফিসের গাছ কাটা হয়। সরেজমিনে গিয়ে দেখা যায় তালা উপজেলার নগরঘাটা ভূমি অফিসের জায়গায় লাগানো দুইটি বড় বড় মেহগনি গাছ কালিবাড়ি গ্রামের মৃত হযরত আলী সরদারের তিন ছেলে মো. নজরুল ইসলাম (৫২), মো. শহিদুল ইসলাম (৪০) এবং ইবাদুল ইসলাম (৩৫) শুক্রবার সকালে লোক বুঝে কেটে সরিয়ে ফেলেছে। এ ঘটনায় নগরঘাটা ইউনিয়ন ভূমি অফিসের ভূমি সহকারী শ্যামল কুমার অধিকারী জানান, ভূমি অফিসের সীমানা মেপে খুঁটি মেরে রেখে এসেছি বৃহস্পতিবারে। গাছ দুইটি ভূমি অফিসের সীমানার মধ্যে। তবে তারা তিন ভাই মিলে যে গাছটি কেটেছে সেটা মটেও বৈধ নয়। বিষয়টি আমি জানিনা তবে দেখছি। তবে পরে আর ইউনিয়ন ভূমি সহকারী শ্যামল কুমার অধিকারীর কাছে বার বার ফোন দিলেও রিসিভ না করায় সর্বশেষ তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। তালা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস.এম তারেক সুলতানকে দুপুর ১২.৩০টার দিকে মোবাইলে কল করে জানালে তিনি বলেন আমি এক্ষুণি ব্যবস্থা নিচ্ছি। তার ভিত্তিতে জুম’আর নামাজের পর পরই তিনি নগরঘাটা ভূমি অফিসে চলে যান। গিয়ে সরাসরি তাদের বাড়িতে চলে যান। সাথে সাথে তিনি নজরুল ইসলাম এবং শহিদুল ইসলামকে গাড়িতে তুলে নেন। অপর ভাই ইবাদুল ইসলামকে গাড়িতে উঠতে বললে তিনি বাড়ি থেকে জামা পরে আসছি বলে পালিয়ে চলে যান। এঘটনায় দুই ভাইকে নিয়ে থানায় নিয়মিত মামলার জন্য সোপর্দ করেছেন। পরে মোবাইলে এস.এম তারেক সুলতান জানান, থানায় আসামীদের রেখে আসা হয়েছে। নগরঘাটা ভূমি অফিসের নায়েব বাদী হয় তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করবেন। পরে থানা থেকে তাদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করবেন। এ ব্যাপারে পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী ওয়াহিদ মুর্শেদ-এর কাছে জানতে চাইলে তিনি বলেন এ বিষয়ে কোনো আপডেট এখন দিতে পারবোনা, পরে ফোন দিতে হবে। আমরা এখন ব্যস্থ আছি।




Leave a Reply

Your email address will not be published.