সমাজের আলো : তালা উপজেলার খেশরা ইউনিয়নের শালিখা মোড় থেকে তালা পাটকেলঘাটা সড়কের বালিয়া গ্রাম সংলগ্ন ঋষিপাড়া, টিআরএম চ্যানেল সেতুর মুখ, ও সেতুর কয়েক গজ সামনে সরকারি সড়ক অবৈধভাবে দখল করে চলছে জমজমাট বালির ব্যবসা। সরেজমিনে গিয়ে জানা যায়, বালিয়া গ্রামের রফি মোড়লের ছেলে মজিদ মোড়ল ও এরফান মোড়লের ছেলে আসাদুল মোড়ল ক্ষমতা ও টাকার জোরে সরকারি সকল বিধিনিষেধ কে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সড়কের উপরে বিপুল পরিমাণ বালি মজুদ করে অবৈধ ভাবে ব্যবসা চালিয়ে যাচ্ছে। টিআরএম চ্যানেল সেতুর মুখে ও কয়েক গজ সামনে আসাদুল মোড়ল ও ঋষিপাড়ার পাশে মজিদ মোড়ল সড়কের উপরে বিপুল পরিমাণ বালি মজুদ করে রেখেছে। ব্যস্ততম এই সড়কের উপরে অবৈধভাবে বালি মজুদ রাখার ফলে রোড ক্রসিংয়ের সময় ভ্যান ইঞ্জিন ভ্যান মোটর সাইকেল বাইসাইকেল ইজিবাইক সহ সব ধরনের যানবাহন ও পণ্য পরিবহনকারী গাড়ি প্রায়ই দুর্ঘটনার কবলে পড়ছে। সব ধরনের যানবাহন সহ প্রতিটা মুহূর্তে পথচারীদের পথ চলতে হচ্ছে প্রাণের ঝুঁকি নিয়ে। এ বিষয়ে শালিখা মোড়ে যাত্রীর অপেক্ষায় উপস্থিত থাকা কিছু মোটর সাইকেল ভ্যান ইজিবাইক চালকের সাথে কথা বললে তারা বলেন, সড়কের এই তিন স্থানে বালি মজুদের ফলে আমাদর প্রতিটা মুহুর্তে প্রানের ঝুকি নিয়ে যাত্রী বহন করতে হচ্ছে। বারবার নিষেধ করা সত্ত্বেও তারা প্রভাবশালী হওয়ায় আমাদের কথায় কর্ণপাত করছেন না। এ সময় স্থানীয় পথচারীরাও এ বিষয়ে অভিযোগ। এবিষয়ে মজিদ মোড়লের সাথে কথা বললে তিনি সমাজের আলোর প্রতিনিধি শেখ সিরাজুল ইসলামের সাথে চরম দুর্ব্যবহার করেন এবং তিনি এভাবেই ব্যবসা চালিয়ে যাবার হুমকি দেন। তিনি আমাদের প্রতিনিধিকে তুই তোকারী করে কথা বলেন এবং চরম অপমান অপদস্ত করেন। এ বিষয়ে জরুরী ভিত্তিতে ব্যবস্থা গ্রহণ করে রাস্তার উপরে অবৈধ বালুর ব্যবসা বন্ধ করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে মোটর সাইকেল সাইকেল ভ্যান ইজিবাইক নছিমন ইন্জিনভ্যান চালক সহ সাধারন পথচারীরা বিনীত অনুরোধ জানিয়েছেন।




Leave a Reply

Your email address will not be published.