শেখ সিরাজুল ইসলাম : তালা উপজেলার খেশরা ইউনিয়নের ছয় নং ওয়ার্ডের বালিয়া গ্রামের মৃত করিম শেখের প্রতিবন্ধী ছেলে আজিজুর শেখ (পঁঞ্চাশ)। স্ত্রী এক ছেলে এক মেয়ে সহ চার সদস্যের সুখের সংসার ছিল আজিজুরে। চাষাবাদের কোন জমি জায়গা না থাকলেও জন-মজুরি দিয়ে কোনরকমে চলছিল আজিজুরের সংসার। সংসারে নুন আনতে পান্তা ফুরাতো, তবুও যেন সুখের কোন কমতি ছিল না। বিধির বিধান কে করিবে খন্ডন। শত অভাবের ভিতরে উঁকি দেয়া সুখ টুকু যেন সইল না আজিজুরের পরিবারের। তিন বছর পূর্বে গ্যাংগ্রিন রোগে আক্রান্ত হন আজিজুর শেখ। প্রাণে বাঁচার জন্য একটি পা কেটে ফেলতে হয় আজিজুরের। সংসারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি অসুস্থ হয়ে পড়ায় একদিকে চিকিৎসার খরচ অন্যদিকে সংসার খরচ নিয়ে দিশেহারা হয়ে পড়ে পরিবারটি। চিকিৎসার খরচ ও সংসার চালাতে মানুষের কাছে বাড়াতে হয় সাহায্যের হাত। স্বামীর চিকিৎসা সহ সংসারের হাল ধরতে আজিজুরের স্ত্রি নেমে পড়েন স্বামীর পেশায়, মাঠে-ঘাটে জন-মজুরের কাজে। আজিজুর শেখের একমাত্র ছেলে আব্দুর রহমান (এগার) পঞ্চম শ্রেণিতে লেখাপড়া করছে। শত অভাব-অভিযোগের ভেতরে প্রাপ্তবয়স্ক মেয়ে আছিয়া বেগমের বিয়ে দিয়েছেন দুই বছর আগে। এখনো আজিজুরের চিকিৎসা চলমান। বাইরে থেকে কাটা পায়ের ক্ষত মোটামুটি শুকিয়ে গেলেও ভেতরে এখনো ক্ষত অছে। যে কারণে আক্রান্ত পা এখনো ফোলা ও নিয়মিত যন্ত্রণা হয়। এখনো কত বছর চিকিৎসা চালিয়ে যেতে হবে নির্দিষ্ট কিছু বলতে পারেননা চিকিৎসক। এই হচ্ছে আজিজুরের পরিবারের শুরু থেকে বর্তমান দুরাবস্থার চিত্র। বর্তমানে প্রতিবন্ধী আজিজুরের পরিবারে আবারো ভয়ংকর আমাবস্যার রাতের মতো অন্ধকার নেমে এসেছে। প্রতিবন্ধী আজিজুরের বহুদিনের পুরাতন মাটির ঘরটি যেন পরিবারের মরণ ফাঁদে পরিণত হয়েছে। বহু বছরের পুরাতন ঘর হওয়ায় দেয়াল থেকে মাটি খসে খসে পড়ছে। দেখলে মনে হয় এই বুঝি ভেঙে পড়ল ঘরটি। ঘরের কিছু কিছু জায়গা একেবারে ভেঙে যাওয়ায় চটের বেড়া দিয়ে রাখা হয়েছে। যেকোনো মুহুর্তে ঘর চাপাপড়ে চির সমাপ্তি ঘটতে পারে এই প্রতিবন্ধী পরিবারটির। মাটির ঘর হওয়ায় সংস্কারের কোনো সুযোগ নেই। নতুন করে বাধতে হবে ঘর। যেখানে ওষুধের টাকা ও পরিবার-পরিজনের মুখে দু’বেলা দু’মুঠো অন্ন ঠিকমতো জুটছে না সেখানে নতুন করে ঘরবাধা দুঃস্বপ্ন প্রতিবন্ধী আজিজুর শেখের। সরেজমিনে সমাজের আলোর প্রতিবন্ধী সাংবাদিক শেখ সিরাজুল ইসলাম বালিয়া গ্রামে আজিজুর শেখের বাড়িতে গেলে প্রতিবন্ধী আজিজুর শেখ সহ পুরো পরিবারটি কান্নায় ভেঙে পড়েন। কান্নাজড়িত কণ্ঠে প্রতিবন্ধী আজিজুর শেখ ও তার স্ত্রি সন্তান বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দুস্থ গরিবদের ঘর বানিয়ে দিচ্ছেন। এলাকায় আমরা সবচেয়ে দুস্থ অসহায় পরিবার। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে একটি ঘরের জন্য প্রার্থনা করছি। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উপহারের একটি ঘর পেলে আমরা খাই বা না খাই অন্তত নিশ্চিন্তে ঘুমাতে পারবো। এভাবে কান্নাজড়িত কণ্ঠে মাননীয় প্রধানমন্ত্রীর উপহারের একটি ঘরের জন্য মাননীয় প্রধানমন্ত্রীসহ সাতক্ষীররা সম্মানিত জেলা প্রশাসক, সম্মানিত তালা উপজেলা নির্বাহি অফিসার সহ জনপ্রতিনিধিদের দৃষ্টি আকর্ষণ করেছেন এই প্রতিবন্ধী পরিবারটি।




Leave a Reply

Your email address will not be published.