সমাজের আলো : আগ্রাসীদের দাঁতভাঙা জবাব দিতে সাত-পাঁচ ভাবার দরকার বোধ করে না তেহরান- এমন হুশিয়ারি উচ্চারণ করেছে ইরান। মধ্যপ্রাচ্যের আকাশে মার্কিন বোমারু বিমানের মহড়ার পরিপ্রেক্ষিতে তেহরান থেকে ঝাঁজালো সুর শোনা গেল। এ কারণে অনেকে মনে করছেন, ঠিক বিদায়লগ্নে এসে মধ্যপ্রাচ্যে যুদ্ধ বাঁধিয়ে চলে যাচ্ছেন না তো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প? স্পুৎনিক নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, বিশেষ করে ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়ার মতো ঝুঁকিপূর্ণ পদক্ষেপ ট্রাম্প নিতেও পারেন। তার ট্রাম্প ক্ষমতা ছাড়ার মাত্র চার দিন আগে মধ্যপ্রাচ্যের আকাশে পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম যুক্তরাষ্ট্রের বি-৫২ বোমারু বিমান ওড়ায় সেই আশঙ্কা বেড়েছে। অবশ্য ওই অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক কার্যক্রম পরিচালনাকারী কেন্দ্রীয় কমান্ড (সেন্টকম) দাবি করেছে, এটি তাদের প্রতিরক্ষা পরিকল্পনার একটি অংশ মাত্র। গত কয়েক মাসের মধ্যে মধ্যপ্রাচ্যে পঞ্চমবারের মতো বি-৫২ বোম্বার ওড়াল মার্কিন বাহিনী। বোয়িংয়ের তৈরি বিশাল বিমানটি প্রায় ৩২ হাজার কেজি গোলাবারুদ বহনে সক্ষম।




Leave a Reply

Your email address will not be published.