শেখ সিরাজুল ইসলাম : তালা উপজেলার খেশরা ইউনিয়নের বালিয়া লোহার সেতুটি ঝুঁকিপূর্ণ ঘোষনা করে সেতুর মুখে সাইনবোর্ড লাগানো হয়েছে। তালা উপজেলা প্রশাসনের নির্দেশে সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ড সেতুটিকে ঝুঁকিপূর্ণ ঘোষনা করে সেতুতে কোন প্রকার ভারি যানবাহন চলাচল না করার নির্দেশ দিয়ে এই সাইনবোর্ড লাগিয়েছেন। কিন্তু কে শোনে কার কথা। সকল বিধি নিষেধকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে প্রতিনিয়ত সেতুর উপর দিয়ে চলছে ইট বালি সহ বিভিন্ন মালামাল বোঝাই রাস্তার দানব খ্যাত অবৈধ ড্যাম্পার সহ বিভিন্ন যানবাহন। ট্রাক্টর দিয়ে তৈরি দানব আকৃতির ড্যাম্পার নামের এই অবৈধ ভারি যানবাহনে ইট বালি পাথর মাটি বহনের ফলে সেতুটি হুমকির মুখে। ভারি যান চলাচলের ফলে যেকোন মুহুর্তে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে এমন আশঙ্কায় এই নিষেধাজ্ঞা দেয়া হলেও ক্ষমতার দাপটে ঠিকাদারদের কাজে ব্যাবহারিত ড্যাম্পার চলাচল বন্ধ হচ্ছেনা। ছোট যানবাহনের চেয়ে ভারি যানবাহনে ইট বালি সহ নির্মান সামগ্রী বহনের খরচ আনেক কম হওয়ায় অধিক লাভের লোভে ঠিকাদাররা কোন বিধিনিষেধ মানতে নারাজ। এসব ঠিকাদাররা প্রভাবশালী হওয়ায় সমাজপতিরা এদের পকেটে থাকে, যে কারনে এদের বিরুদ্ধে কেউ প্রতিবাদ করতে সাহস পায়না। আর কেউ সাহস দেখিয়ে প্রতিবাদ করলেও শেষ পর্যন্ত সমাজপতিদের চাপে তাকে পরাজয় বরন করতে হয় অথবা মিথ্যা মামলা সহ বিভিন্ন ঝামেলায় জড়িয়ে পড়তে হয়। এ বিষয়ে তালা উপজেলা নিবার্হী অফিসারের সাথে মুঠোফোনে কথা বললে তিনি আইনগত ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন । বড় ধরনের দুর্ঘটনা এড়াতে সেতুটির ওপর দিয়ে নিষেধাজ্ঞা অমান্য করে চলাচল-রত অবৈধ ড্যাম্পার সহ সকল ভারি যানবাহন আটকের জন্য জোর দাবী জানিয়েছেন ভুক্তভোগী এলাকাবাসি।




Leave a Reply

Your email address will not be published.