সমাজের আলো: তালার শালিখায় বিকাশ সরকার ওরফে ভোলা নামের সংখ্যালঘু সম্প্রদায়ের এক সদস্যের মাছ ধরার জাল নষ্ট করে দিয়েছে দুর্বৃত্তরা দেয়া হচ্ছে প্রাণনাশের হুমকি। প্রাণের ভয়ে শালিখা নদীতে মাছ ধরা বন্ধ করে দিয়ে পরিবার-পরিজন সহ অর্ধাহারে-অনাহারে দিন কাটছে ভোলার। সাতক্ষীরা জেলার তালা থানার খেশরা ইউনিয়নের মুড়াগাছা গ্রামের মৃত গোষ্ঠ বিহারী সরকারের ছেলে বিকাশ সরকার, ডাক নাম ভোলা। ভোলা ও তাদের পূর্বপুরুষরা জেলে হিসেবে পরিচিত, মৎস্য শিকার তাদের বংশগত পেশা। বংশগত মৎস শিকারি হওয়ায় ভোলা মৎস্য শিকারী হিসাবে সরকারি কার্ডও পেয়েছে। জানাগেছে শালিখা পনের ব্যান্ড গেট কতৃপক্ষের আদেশে প্রায় এগারো বছর বিনা পারিশ্রমিকে দক্ষিন বঙ্গের ঐতিহ্যবাহী  শালিখা পনের ব্যান্ড সুইচ গেটের গেট খালাসি হিসাবে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে আসছে বিকাশ সরকার ওরফে ভোলা। নিজ এলাকার ঐতিহ্যবাহী গেটটির দায়িত্ব পেয়ে ভোলা নিজেকে গর্বিত মনে করে যে কারনে সে কখনো পারিশ্রমিকের কথা চিন্তা করেনি। গেটের পাট ওঠানামা স্রোতের ভিতরে গভির পানিতে ডুব দিয়ে গেটের পাট মেরামত করা সহ মারাত্বক ঝুকি নিয়ে কাজ করতে হয় ভোলাকে। দায়িত্ব পালন করতে গিয়ে একাধীক বার দুর্ঘটনার শিকারও হতে হয়েছে তাকে। অনেক সময় আমাকে মৃত্যুর ঝুকি নিয়ে পানির নিচে গেটের কাজ করতে হয় তবুও আমার কোন দুঃখ নেই কারন গেটটাকে আমি আমার বাবা মায়ের মত ভালবাসি। বাকি জিবন এই গেটের পরিচর্যা করে কাটাতে চাই। আবেগ জড়িত কন্ঠে আমাদের প্রতিনিধিকে কথাগুলো বলে ভোলা। হতদরিদ্র ভোলা মৎস্য শিকার ছাড়া ওন্য কোন কাজ করতে না জানায় শালিখা গেটের পাশে জাল দিয়ে মৎস্য শিকার করে। এ থেকে যা সামান্য আয় হয় তা দিয়ে কোন রকমে ভোলার সংসার চলে যায়। এক সময় ভোলার এই সামান্য আয়ের ওপর নজর পড়ে শালিখা গুচ্ছ গ্রামের ঘৃন্য লোভী মোনতাজ মোড়ল মহাসিন গাজি সাকিম গাজি লোকমান গাজি রফিকুল গাজি জাহিদ গোলদার মিজানুর রহমান মোঃ হারুন মোঃ আছাদুল গাজির। তারা ভোলার জালের সামনে জাল ফেলে প্রতিবন্ধকতা সৃষ্টি সহ ভোলার মাছ শিকারে বিভিন্নভাবে বাধা সৃষ্টি করতে থাকে এবং ভোলাকে গেট ছেড়ে চলে যাবার জন্য বার বার প্রান নাশের হুমকি দিতে থাকে। কোন ভাবেই ভোলাকে তাড়াতে না পেরে তারা ভোলার জাল ছিড়ে নষ্ট করে দেয় এবং পুনরায় জাল ফেললে ভোলাকে মেরে ফেলার হুমকি দেয়। কোন উপায় না পেয়ে থানায় একটি লিখিত অভিযোগ করে ভোলা। মাছ ধরা নিয়ে যে কোন অপ্রিতিকর ঘটনা ঘটতে পারে এমন আশঙ্কায় পানি উন্নয়ন বোর্ড শালিখা নদিতে মাছ ধরা নিষিদ্ধ করে নোঠিশ জারি করেন। এরপর অল্প কিছুদিন মাছ ধরা বন্ধ থাকলেও কতৃপক্ষের আদেশকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে মোনতাজ গ্রুপ আবারো নদিতে নৌকা জাল নামিয়ে মাছ ধরা শুরু করেছে। এবিষয়ে ভোলা বলে আমি বিনা পারিশ্রমিকে এত বছর গেটের দায়িত্ব পালন করছি এবং আমার গেট কমিটির মৌখিক অনুমতি থাকা সত্নেও শালিখা নদিতে মাছ ধরতে পারছি না। অথচ কিছু লোক সম্পুর্ন অবৈধ ভাবে গায়ের জোরে শালিখা নদিতে মাছ ধরলেও তাদের বিরুদ্ধে কোন ব্যাবস্থা নেয়া হচ্ছেনা। ভোলা কাদতে কাদতে বলে আমি হিন্দু তাই আমার ওপর এভাবে অত্যাচার হচ্ছে। ভোলা আরো দুঃখ প্রকাশ করে বলে আমরা চৌদ্দ পুরুষ নৌকা ছাড়া কিছু চিনিনা অথচ এলাকার জামাত বিএনপির লোক আমার ওপরে এভাবে নির্যাতন চালাচ্ছে তবুও দেখার কেউ নেই কারন আমি সংখ্যালঘু গরিব অসহায়। ভুক্তভোগি ভোলা শালিখা গেটের পরিচর্যা সহ শান্তিপুর্ন ভাবে মৎস্য শিকার করে জিবিকা নির্বাহের জন্য সরকার সহ উর্দ্ধতন কতৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছে।




Leave a Reply

Your email address will not be published.