তালার জালালপুর ইউনিয়নের রথখোলা গ্রামে দূর্গা পূজার বিজয়া দশমী ১৫ দিন অতিবাহিত হলেও বিসর্জন হয়নি ম-পের দূর্গা প্রতিমা। সোমবার সরেজমিনে গেলে রথখোলা গ্রামের চানক্য দেবনাথের ছেলে সনাতন দেবনাথ অভিযোগ করেন, আমাদের ভিটা বাড়ির সাথেই পৈতৃক জমিতে আমরা একটি ম-প স্থাপন করে পূজা-অর্চনা করতাম। কিন্তু গত দুই বছর যাবৎ অত্র এলাকার মৃত কৃষ্ণপদ দেবনাথের ছেলে সুভাষ দেবনাথ এবং মৃত বাঞ্ছারাম দেবনাথের ছেলে সুশান্ত দেবনাথের নেতৃত্বে অমর দেবনাথ, রনি দেবনাথ, প্রশান্ত দেবনাথ, শুভ দেবনাথসহ আরো অনেকে অবৈধভাবে ম-পটি দখল করে পূজা-অর্চনা চালিয়ে আসছে। চানক্য দেবনাথ বলেন, গত বছর বাসন্তি পূজার প্রতিমাও ৫ মাস পর বিসর্জন দিয়ে দূর্গা প্রতিমা তৈরী করেন, যা আজো বিসর্জন হয়নি। পূজা ম-পটি তারা দখলে রাখার জন্যই এ কেীশল অবলম্বন করেন বলে অভিযোগ করেন চানক্য দেবনাথ। তিনি আরো বলেন, বিষয়টি তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমারকে অবহিত করেও কোন প্রতিকার পাইনি। এ ব্যাপারে অভিযুক্ত সুশান্ত দেবনাথ বলেন, ৩০ বছর আগে চানক্য দেবনাথ উক্ত জায়গাটি কালী মন্দিরের নামে দানপত্র করেন। সেই থেকে স্থানীয় পূজা উৎযাপন কমিটি পূজা করে আসছে। এমতাবস্থায়, প্রতিমা বিসর্জন ও অবৈধ দখল উচ্ছেদের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন চানক্য দেবনাথ ও তার ছেলে সনাতন দেবনাথ।




Leave a Reply

Your email address will not be published.