তালা উপজেলা আনসার ও ভিডিপি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শান্তি,শৃঙ্খলা,উন্নয়ন, নিরাপত্তায় সর্বত্র আমরা এ স্লোগানে মঙ্গলবার (২২ নভেম্বর) সকালে উপ-শহরে র‌্যালি বের হয়। র‌্যালি শেষে তালা শিল্পকলা একাডেমি মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার প্রশান্ত কুমার বিশ^াসের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কমান্ড্যান্ট মোরশেদা খানম। স্বাগত বক্তব্য রাখেন তালা উপজেলা আনসার ও ভিডিপি অফিসার তাহমিনা খাতুন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন তালা উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) চৌধুরী রেজাউল করিম, তালা আনসার ও ভিডিপি ব্যাকের ব্যবস্থাপক আব্দুল হান্নান, জেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের সার্কেল অ্যাডজুট্যান্ট মোঃ মিয়াজান আলী এবং তালা প্রেসক্লাবের সভাপতি ইউপি চেয়ারম্যান প্রণব ঘোষ বাবলু প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, আনসার ও ভিডিপি বাংলাদেশের একটি বৃহৎ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তাদের দায়িত্ব হচ্ছে দেশের অভ্যন্তরে নিরাপত্তা রক্ষা ও আর্থসামাজিক উন্নয়ন। এ কারণে তৃণমূল পর্যায় থেকে স্থানীয় প্রশাসনকে সহযোগিতা করে থাকেন তারা।
সমাজের আলো।।




Leave a Reply

Your email address will not be published.