তালা প্রতিনিধি : তালা উপজেলার নগরঘাটা ও খলিষখালী ইউনিয়ন পরিষদের হল রুমে ইউনিয়ন ওয়াটসন কমিটির সক্ষমতা উন্নয়নের জন্য কর্মশালা বুধবার (২১ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হয়। দাতা সংস্থা সিমাভীর অর্থায়নে উত্তরণ কর্তৃক বাস্তবায়িত নিউ এরিয়া ওয়াশ এসডিজি ওয়াই এসপি বাংলাদেশ প্রোগ্রামের মাধ্যমে অনুষ্ঠিত কর্মশালায় সভাপতিত্ব করেন নগরঘাটা ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান লিপু এবং খলিষখালী ইউপি চেয়ারম্যান মোল্যা সাবীর হোসেন। কর্মশালাটি সঞ্চালনা করেন উত্তরণ ওয়াশ প্রকল্পের পিও শেখ রুসায়েদ উল্লাহ ও মোঃ সোহেল রানা। উক্ত প্রশিক্ষণে ওয়াশ প্রকল্পের ফিল্ড ফ্যাসিলিটেটর সজীব হোসেন,বিউটি খাতুন,শংকর মন্ডল, মনির হোসেনসহ উপস্থিত ছিলেন প্যানেল চেয়ারম্যানগণ, পুরুষ ও মহিলা মেম্বার, ইউপি সচিব, ওয়াশ ডেক্স উদ্যোক্তা, নলকূপ ম্যাকানিক, শিক্ষক, ধর্মীয় নেতা, দলিত সম্প্রদায় ও এনজিও প্রতিনিধিবৃন্দ।
কর্মশালায় অংশগ্রহণকারীরা ইউনিয়ন ওয়াটসন কমিটির দায়িত্ব ও কর্তব্য, বাংলাদেশ পানি ও স্যানিটেশন সেক্টরের জন্য দরিদ্র সহায়ক কৌশল, পঞ্চবার্ষিক পরিকল্পনা বাস্তবায়ন ও বাৎসারিক বাজেট বাস্তবায়ন, এমটিআর প্রভৃতি বিষয়ে বিস্তারিত ধারণা লাভ করেন।




Leave a Reply

Your email address will not be published.