তালা প্রতিনিধি : সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা ও বল্লী ইউনিয়ন পরিষদের হল রুমে ইউনিয়ন ওয়াটসন কমিটির সক্ষমতা উন্নয়নের জন্য কর্মশালা অনুষ্ঠিত হয়। দাতা সংস্থা সিমাভীর অর্থায়নে উত্তরণ কর্তৃক বাস্তবায়িত ওয়াশ এসডিজি ওয়াই বাংলাদেশ সাবপ্রোগাম ইম্পিমেন্টেশন ফেইজ-২ প্রোগ্রামের মাধ্যমে মঙ্গলবার ও বুধবার অনুষ্ঠিত প্রশিক্ষণে সভাপতিত্ব করেন সংশ্লিষ্ট ইউপি চেয়রম্যানগণ। অনুষ্ঠান সঞ্চালনা করেন উত্তরণ ওয়াশ প্রকল্পের পিও রেনুকা কর্মকার ও এসএস চাতক। এ সময় ওয়াশ প্রকল্পের ফিল্ড ফ্যাসিলিটেটর নুর জাহান ও শিখা রানীসহ উপস্থিত ছিলেন প্যানেল চেয়ারম্যানগণ, পুরুষ ও মহিলা মেম্বার, ইউপি সচিব, ওয়াশ ডেক্স উদ্যোক্তা, নলকূপ ম্যাকানিক, শিক্ষক, ধর্মীয় নেতা, দলিত সম্প্রদায় ও এনজিও প্রতিনিধিবৃন্দ।
অপরদিকে সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা ও আগরদাঁড়ী ইউনিয়ন পরিষদের হল রুমে ইউনিয়ন পরিষদের সদস্যদের জেণ্ডার এবং পিডব্লিউডি বিষয়ক সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। দাতা সংস্থা সিমাভীর অর্থায়নে উত্তরণ কর্তৃক বাস্তবায়িত ওয়াশ এসডিজি ওয়াই বাংলাদেশ সাবপ্রোগাম ইম্পিমেন্টেশন ফেইজ-২ প্রোগ্রামের মাধ্যমে মঙ্গলবার ও বুধবার অনুষ্ঠিত প্রশিক্ষণে সভাপতিত্ব করেন সংশ্লিষ্ট ইউপি চেয়রম্যানগণ। অনুষ্ঠান সঞ্চালনা করেন উত্তরণ ওয়াশ প্রকল্পের পিও রেনুকা কর্মকার ও এসএস চাতক। এ সময় ওয়াশ প্রকল্পের ফিল্ড ফ্যাসিলিটেটর নুর জাহান ও শিখা রানীসহ উপস্থিত ছিলেন প্যানেল স্ব স্ব ইউনিয়নের চেয়ারম্যানগণ, পুরুষ ও মহিলা মেম্বার, ইউপি সচিব, ওয়াশ ডেক্স উদ্যোক্তা ও গ্রামপুলিশ।




Leave a Reply

Your email address will not be published.