তালা প্রতিনিধি : তালা উপজেলার মাগুরা ইউনিয়নের মাদরা মৎস্য সিআইজি সমবায় সমিতি লিঃ এর তপতী রানী বিশ্বাসের কার্প-গলদা মিশ্রচাষ প্রযুক্তির প্রদর্শনী খামার পরিদর্শন ও নমুনায়নের স্থির চিত্র ধারণ করা হয়। রবিবার সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার দপ্তরের বাস্তবায়নে “ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজি প্রোগ্রাম ফেজ-২প্রজেক্ট ”(এনএটিপি-২) এর আওতায় ২০২১-২২ আর্থিক সালে বাস্তবায়িত উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তালঅ সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা স্নিগ্ধা খাঁ বালী, অফিসের মেরিন ফিশারিজ কর্মকর্তা, ক্ষেত্র সহকারী, স্থানীয় লিফ ও স্থানীয় মৎস্য চাষিবৃন্দ।




Leave a Reply

Your email address will not be published.