তালা প্রতিনিধি : তালায় স্বেচ্ছাসেবী সংগঠন গ্রীন ম্যানের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার (১০ জুন) সকালে তালা উপজেলা পরিষদ চত্ত্বরে বৃক্ষ রোপণের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধন করা হয়। এ সময় অতিথি হিসেবে বৃক্ষ রোপণের মাধ্যমে সংক্ষিপ্ত অনুষ্ঠানের উদ্বোধন করেন তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তারিফ-উল-হাসান, উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান প্রমুখ। গ্রীন ম্যানের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক মেহেদী হাসান সজীব, মুশফিকুর রহমান, সুজয় চক্রবর্ত্তী, কাজী মুজাদ্দিদ, তৌহিদ রানা, মুন্সী রাকিবুল ইসলাম। এ সময় অতিথিগণ গ্রীন ম্যান সংগঠনের জন্য শুভ কামনা জানান ও বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা দেন। উল্লেখ্য, ২০১৭ সাল থেকে তালা উপজেলায় “শান্তিতে, শিক্ষায়, সবুজায়নে আমরা” এই স্লোগানকে সামনে রেখে নানামুখী স্বেচ্ছাসেবী কার্যক্রম পরিচালনা করে আসছে গ্রীন ম্যান সংগঠন। গ্রীন ম্যান সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ইমরান রাব্বি জানান, করোনা পরিস্থিতির কথা ভেবে সংক্ষিপ্ত পরিসরে প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন করা হয়। ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন পদক্ষেপ নেয়া হয়েছে। তারমধ্যে উল্লেখযোগ্য হলো চার শতাধিক বৃক্ষ রোপণ, বাড়ির উঠানে সবজির বাগান সৃষ্টিতে শাক-সবজির বীজ বিতরণ, তালা উপজেলা চত্ত্বর ও ৪ টি শিক্ষা প্রতিষ্ঠান বৃক্ষায়নের আওতায় আনা, সংগঠনের ফেইসবুক গ্রুপে অনলাইন চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতা প্রভৃতি।




Leave a Reply

Your email address will not be published.