তালা প্রতিনিধি
‘নিরাপদ খাদ্য সমৃদ্ধ জাতি, স্মার্ট বাংলাদেশ গড়ার চাবিকাঠি’ এই প্রতিপাদ্য সামনে রেখে তালায় তালায় জাতীয় নিরাপদ খাদ্য দিবস উদযাপন করা হয়েছে। দিনটি উপলক্ষে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর সহযোগিতায় এবং উন্নয়ন প্রচেষ্টার সমন্বিত কৃষি ইউনিটের আওতায় বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) সকালে তালা উপ-শহরে শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রা শেষে কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে উন্নয়ন প্রচেষ্টার ঋণ সমন্বয়কারী গোলাম আজমের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উন্নয়ন প্রচেষ্টার কৃষি কর্মকর্তা মোঃ নয়ন হোসেনের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মোঃ মোখলেছুর রহমান। বিশেষ অতিথি হিসেবে ছিলেন তালা উপজেলা কৃষি কর্মকর্তা হাজিরা খাতুন, উপজেলা স্যানেটারী ইন্সপেক্টর আব্দুল মতিন এবং উন্নয়ন প্রচেষ্টার সমন্বয়কারী এএসএম মুজিবুর রহমান। এ সময় সমন্বিত কৃষি ইউনিট, কৈশোর কর্মসূচি, প্রসপারিটির কর্মকর্তাবৃন্দসহ ৫০ জন স্কুল-কলেজের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। উক্ত অনুষ্ঠানে নিরাপদ খাদ্য বিষয়ে রচনা প্রতিযোগিতায় ৩ জন এবং কুইজ প্রতিযোগিতায় ৫ জন মিলে মোট ৮ জন শিক্ষার্থীর মাঝে পুরস্কার বিতরণ করা হয়।




Leave a Reply

Your email address will not be published.