তালা প্রতিনিধি : শনিবার (১৯ মার্চ) বেলা ১২টায় তালা উপজেলা পরিষদের হলরুমে টিসিবি পণ্য বিক্রয় সংক্রান্ত এক প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়। তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রশান্ত কুমার বিশ্বাসের সভাপতিত্বে প্রেস কনফারেন্স অনুষ্ঠানেপ্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান, তালা থানার ওসি (তদন্ত) মোঃ আবুল কালাম আজাদ, পাটকেলঘাটা থানার ওসি (তদন্ত) বাবলুর রহমান খান। এ সময় তালা উপজেলার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বার, টিসিবি ডিলার ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রেস ব্রিফিংয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রশান্ত কুমার বিশ্বাস বলেন, ২০ মার্চ মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ মোতাবেক সারাদেশে এক কোটি পরিবারের মধ্যে টিসিবি পণ্য বিক্রয়ের শুভ উদ্বোধন হবে। তারই ধারাবাহিকতায় তালা উপজেলায় মোট ১২,৪০১ জন উপকারভোগীর মধ্যে সরকার নির্ধারিত দামে টিসিবি পণ্য বিক্রয় করা হবে। পণ্যগুলোর মধ্যে প্রতিকেজি ৬৫ টাকা দরে ২কেজি মুসুরির ডাল, ৫৫ টাকা দরে ২কেজি চিনি ও ১১০ টাকা দরে ২কেজি সয়াবিন তেল পাবেন। একজন উপকারভোগী মোট ৪৬০টাকা মূল্যে এই তিনটি পণ্য ক্রয় করতে পারবেন। রবিবার ধানদিয়া, সরুলিয়া, কুমিরা, মাগুরা ও খলিলনগর ইউনিয়নে টিসিবি পণ্য বিক্রয় হবে। তারই ধারাবাহিকতায় বাকি ইউনিয়ন গুলোতে এ কার্যক্রম চলবে বলে জানান তিনি।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *