তালা প্রতিনিধি : তালায় তিন দিনব্যাপী ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলা শুরু হয়েছে। সোমবার (২৭ ফেব্রুয়ারী) সকালে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কার্যালয় প্রাঙ্গণে এ মেলার উদ্বোধন করা হয়। মেলা উপলক্ষে তালা উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা রুহুল কুদ্দুসের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত কৃষি কর্মকর্তা শুভ্রাংশু শেখর দাশের সঞ্চালনায় প্রধান তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার। স্বাগত বক্তব্য রাখেন তালা উপজেলা কৃষি কর্মকর্তা হাজিরা খাতুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান মুরশীদা পারভীন পাঁপড়ি, তালা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরি রেজাউল করিম, খলিলনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও তালা প্রেসক্লাবের সভাপতি প্রভাষক প্রণব ঘোষ বাবলু তালা সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সরদার জাকির হোসেন, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ সন্জয় বিশ্বাস প্রমুখ। মেলার স্টলগুলোতে কৃষি উপকরণ যন্ত্র, টাওয়ার পদ্ধতিতে সবজি চাষ, সর্জন পদ্ধতিতে ফল ও সবজি চাষ, পদ্ধতিসহ স্মার্ট কৃষি প্রযুক্তি প্রদর্শন করা হয়। আগামী ১ মার্চ পর্যন্ত উক্ত মেলা চলবে বলে আয়োজকরা জানান।




Leave a Reply

Your email address will not be published.