তালা প্রতিনিধি :  সাতক্ষীরা উপকূলে টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবিতে কাফনের কাপড় পরে আন্দোলনের ঘটনায় ক্ষিপ্ত হয়ে উপকূলের দুই স্বেচ্ছাসেবককে শারীরিকভাবে লাঞ্ছিত করায় পদ্মপুকুর ইউপি চেয়ারম্যান এড. আতাউর রহমান ও পাউবোর সেকশন অফিসার আলমগীর হোসেনের বিচারের দাবিতে তালায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জলবায়ুযোদ্ধা হিসেবে পরিচিত শাহীন বিল্লাহ ও ইয়াসির আরাফাতকে লাঞ্ছিত করার প্রতিবাদে রোববার (৩০ মে) সকালে খুলনা-পাইকগাছা সড়কের তালা ডাকবাংলোর সামনে উক্ত মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। আমরা বন্ধু ফাউন্ডেশনের সমন্বয়ক এস এম নাহিদের হাসানের সঞ্চালনায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন তালা প্রেসক্লাবের সভাপতি ও সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক প্রভাষক প্রণব ঘোষ বাবলু, তালা উপজেলা পানি কমিটির সাধারণ সম্পাদক মীর জিল্লুর রহমান, বে-সরকারি উন্নয়ন সংস্থা উত্তরণ এর কর্মকর্তা জাহিন শামস্ সাক্ষর, তালা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক বিএম জুলফিকার রায়হান, তালা উপজেলা ছাত্রলীগের সভাপতি শেখ সাদি, আমরা বন্ধু তালা উপজেলা টিমের সরদার সাব্বির আহম্মেদ, তালা ব্লাড ব্যাংকের এডমিন আব্দুল্লাহ আল মামুন সৈকত, গ্রীন ম্যানের সাধারণ সম্পাদক মেহেদী হাসান সজীব, আমরা বন্ধু তালা উপজেলা শাখার সদস্য সেখ রাশীদুজ্জামান রাজা, ওয়াসিফ আহমেদ জিসান, আব্দুল্লাহ আল জোবায়ের প্রান্ত,অর্ঘ্য ঘোষ, এসএম তানভীর হোসেন,রাফসান আহমেদ, সরদার সাকিব প্রমুখ । এ সময় বক্তারা বলেন, শ্যামনগরের পদ্মপুকুর ইউপি চেয়ারম্যান আতাউর রহমানের মতো কিছু জনপ্রতিনিধি ও পানি উন্নয়ন বোর্ডের কতিপয় কর্মকর্তারা চায় না উপকূলে টেকসই বেড়িবাঁধ হোক। এজন্য তারা জলবায়ু যোদ্ধা শাহীন বিল্লাহকে লাঞ্ছিত করেছে। বক্তারা ইউপি চেয়ারম্যান আতাউর রহমান ও পানি উন্নয়ন বোর্ডের সংশ্লিষ্ট কর্মকর্তাকে আইনের আওতায় আনার দাবি জানান। প্রসঙ্গত, সাতক্ষীরা উপকূলের জানমালের সুরক্ষায় টেকসই বেড়িবাঁধের দাবিতে কাফনের কাপড় পরে অবস্থান কর্মসূচি পালন করায় শনিবার শত শত মানুষের সামনে দুই জলবায়ু কর্মীকে মারধর করের স্থানীয় ইউপি চেয়ারম্যান আতাউর রহমান ও পাউবো কর্মকর্তা আলমগীর হোসেন।




Leave a Reply

Your email address will not be published.