সমাজের আলো : তালায় নগদ টাকাসহ ৩ লক্ষাধিক টাকার মালামাল চুরি হয়েছে। ভুক্তভোগী তালা বিআরডিবির চাকরিজীবী খালেদা খাতুন জানান, আমি তালা সরকারি কলেজের ৫০ হাত পিছনে অবসরপ্রাপ্ত ব্যাংকার শেখ রফিকুল ইসলামের বাসাতে ভাড়া থাকি।সরকারি কাজে ২৪ জানুয়ারি সকাল ৮টার দিকে সাতক্ষীরা ডিডি অফিসে যাই। আমার স্বামী অবসরপ্রাপ্ত শিক্ষক মো: হাফিজুর রহমান তালা আলীয়া মাদ্রাসা সংলগ্ন এলাকায় নিজ বাড়ি তৈরীর কাজ করার জন্য আমার সাথে বের হয়ে যান। আমার পুত্র হৃদয় একই সময়ে প্রাইভেট পড়তে যায়। এসময় বাসায় কোন লোক না থাকায় আমার ধারণা সকাল সাড়ে ১০টার দিকে চুরির ঘটনা ঘটে। আমার পুত্র সাড়ে ১০টার দিকে বাসায় ঢোকার চেষ্টা করলে সে বাইরে থেকে ঘরে তালা মারা দেখতে পায়। পরে প্রতিবেশীর সহযোগিতায় ২টার দিকে তালা ভেঙে ফেলে। এ সময় বাসার ভিতরে প্রবেশ করে ঘরের তালা ভাঙাসহ স্টিলের আলমারী ভাঙা দেখতে পায়। স্টিলের আলমারীতে থাকা সোনার চেইন-১, ব্রেসলেট-১, কানের দুল ১ জোড়া, আংটি-৪টি, নাকফুল-১০টি এবং নগদ ৩৫ হাজার টাকাসহ সর্বমোট ৩ লক্ষাধিক টাকার মালামাল চুরি করে নিয়ে যায়।এ বিষয়ে তালা প্রধান শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক শিক্ষক মো: সোহরাব হোসেন বলেন, খালেদা খাতুন আমার বোন, সরকারি কলেজের পিছনে পিচের রাস্তার ধারে আমার বোনের বাসা। তার পরেও এমন চুরির ঘটনা ঘটলো। প্রতিনিয়ন চুরির ঘটনা ঘটছে। কিছুদিন আগে আমার বিদ্যালয়সহ আরও কয়েকটি বিদ্যালয়ে মটর ও ফ্যান চুরি হয়েছে। আমি চোরকে দ্রুত গ্রেপ্তারসহ ভবিষ্যতে এমন চুরি যাতে না হয় সেই জন্য পুলিশ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।এ বিষয়ে তালা থানার অফিসার্স ইনচার্জ আবু জিহাদ ফখরুল আলম খান সত্যতা স্বীকার করে বলেন, চুরির ঘটনা সত্যি, বাসাতে কোন ব্যক্তি না থাকায় এমন ঘটনা ঘটেছে। চোর ধরার চেষ্টা চলছে।




Leave a Reply

Your email address will not be published.