সমাজের আলো ঃ সাতক্ষীরায় ডিবি পুলিশ পরিচয়ে আবারো দুই ছাগল ব্যবসায়ীর টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। গত রোববার (২৩ জানুয়ারি) সন্ধায় পারুলিয়া পুশুহাটে ছাগল বিক্রি করে ফেরার পথে সদর উপজেলার আলিপুর চারা বটতলা নামক স্থানে এঘটনা ঘটে।

ঘটনার বর্ণনা দিয়ে কাশেমপুর মাঠপাড়ার মৃত আব্দুর রহমান সরদারের ছেলে মোঃ সাইদ সরদার জানান, রোববার সন্ধা সাড়ে ৬ টারদিকে পারুলিয়া পশুহাটে ছাগল বিক্রি করে ফেরার পথে আলিপুর চারা বটতলায় পৌছালে প্রাইভেট কারে থাকা চার জন ছিনতাইকারী আমাদের পথরোধ করে। তারা আমাদের বলে আমরা ডিবি পুলিশ। তোদের কাছে অবৈধ মাল আছে, এমন কথা বলে আমাদের শরির তল্লাশি করে। এসময় আমাদের মোবাইল ফোন নিয়েনেয়। তারা আমার মোটরসাইকেলের চাবি নিয়ে আমার সাথে থাকা অপর ব্যবসায়ী কাশেমপুর মাঠপাড়া এলাকার মৃত মিয়ারাজ মল্লিক এর ছেলে মোঃ রফিকুল মল্লিক কে কালো রং-এর প্রাইভেট কারে তুলে নিয়েযায়। প্রাইভেট কারে তুলে মারধর করে তার কাছে থাকা ৩৩ হাজার টাকা ছিনিয়ে তারা। পরে রফিকুলকে বাইপাস সড়কের মৌবন এলাকার রাস্তার পাশে ড্রেনে ফেলে রেখেযায় ছিনতাইকারীরা। ছিনতাইয়ের ঘটনা তাত্ক্ষণিক সদর থানা পুলিশকে জানানো হয়েছে বলে জানান তিনি।

পুলিশ পরিচয়ে ছিনতাইয়ের ঘটনায় সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ গোলাম কবির জানান, ঘটনার পরে দুই ব্যবসায়ী থানায় এসে অভিযোগ দিযেছে। প্রাইভেট কারসহ ছিনতাইয়ের সাথে জড়িতদের সনাক্তের কাজ করছে পুলিশ। খুব দ্রুত তাদের আইনের আওতায় আনাহবে বলে জানান ওসি।




Leave a Reply

Your email address will not be published.