জাহাঙ্গীর আলম, কুড়িগ্রাম প্রতিনিধি:প্রধান শিক্ষকের সহযোগিতায় সংসদ সদস্যকে মিথ্যা বলে ডিও লেটার নিয়ে জুয়েল হোসেন নামের এক যুবককে এসএসসি পাস দেখিয়ে নিয়ম নীতি তোয়াক্কা না করে কুড়িগ্রামের ফুলবাড়ীর দক্ষিণ নওদাবস সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন করা হয়েছে৷ প্রধান শিক্ষকের বিরুদ্ধে এমন মনগড়া ও অবৈধ উপায়ে স্কুলের ম্যানেজিং কমিটি গঠনে অভিযোগ তুলে কুড়িগ্রাম ২ এর সংসদ সদস্য ও উপজেলা শিক্ষা অফিসারের নিকট লিখিত অভিযোগও দায়ের করেছেন অভিভাবক সদস্যরা৷
লিখিত অভিযোগে বলা হয়েছে, অতি গোপনে দক্ষিণ নওদাবস সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন করেছেন বিদ্যালয়টির অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুস সামাদ৷ ভূয়া কমিটিতে সংযুক্ত জুয়েল হক নামের এক ব্যক্তি এসএসসি পাস না করলেও সংসদ সদস্যের ডিও লেটারে এসএসসি পাস দেখিয়ে বিদ্যোৎসাহী সদস্য হিসেবে নিয়ে নিয়ম নীতি তোয়াক্কা না করে প্রধান শিক্ষকের মনমত কমিটি গঠন করা হয়৷
এ ঘটনা জানাজানির পরে ওই এলাকায় ব্যাপক চাঞ্চল্যের পরিবেশ সৃষ্টি হয় এতে ক্ষুব্ধ হয়ে উপজেলার বিভিন্ন দপ্তরে আবেদন করেছেন ওই বিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের অভিভাবকবৃন্দ।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয়রা জানায়, ফুলবাড়ী উপজেলার দক্ষিণ নওদাবস সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সদ্য অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুস সামাদ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠনে প্রক্রিয়া সম্পূর্ণ অবৈধ ও নীতিমালা পরিপন্থীভাবে কোন প্রকার প্রচার-প্রচারণা ছাড়াই একাই তার মনমত একটি কমিটি তৈরি করে উপজেলা শিক্ষা অফিসে জমা দেয়। খবর পেয়ে ওই বিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের অভিভাবকরা কমিটিকে অনুমোদন না করে স্থগিত ঘোষণা করে পুনরায় নতুন করে নীতিমালা মোতাবেক কমিটি গঠনের প্রয়োজনীয় কার্যক্রম ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা সহকারী শিক্ষা অফিসার ও বড়লই ক্লাস্টার বরাবর সহ বিভিন্ন দপ্তরে অভিযোগ করেছেন। অভিযোগের প্রেক্ষিতে, ১৯ জানুয়ারি ওই বিদ্যালয় গিয়ে তদন্তপূর্বক অভিযোগের সত্যতা পেয়েছেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার। পরে অভিযোগকারী অভিভাবকদের ম্যানেজিং কমিটির আবেদনটি বাতিল করে পুনরায় বিধি মোতাবেক কমিটি গঠনের আশ্বাস দেন ওই শিক্ষা কর্মকর্তা।
এ বিষয়ে অভিভাবক মশিয়ার রহমান বাবলু বলেন, সাবেক প্রধান শিক্ষক আব্দুস সামাদ যোগ্যতা সম্পন্ন লোক থাকলেও তার নিজের পছন্দমত আত্মীয় জুয়েল এসএসসি পাস না থাকলেও এই কমিটিতে রাখা হয়েছে অথচ ওই প্রতিষ্ঠানের শিক্ষার্থীর অনেক রয়েছে অভিভাবক ডিগ্রী ও মাস্টার্স পাস।
অভিভাবক সুকুমার চন্দ্র রায় বলেন, আমার বাড়ির পাশে স্কুল হলেও স্কুলের ম্যানেজিং কমিটি হবে বিষয়টি আমরা জানি না, এছাড়াও এই ম্যানেজিং কমিটির সভাপতি অনেক দুরের লোককে করা হয়েছে।
এলাকাবাসী সোহরাব হোসেন বলেন, আমরা এলাকাবাসী আমাদের পাশেই এই স্কুলটি আমরা চাই স্কুলটিতে ম্যানেজিং কমিটিতে যোগ্যতা সম্পন্ন লোক আসুক।

এ বিষয়ে অভিযুক্ত সাবেক প্রধান শিক্ষক আব্দুস সামাদের সাথে যোগাযোগ করতে তার মোবাইলে একাধিক ফোন দিলেও তিনি ফোন রিসিভ করেননি।

জুয়েল হোডেনের সাথে যোগাযোগ করতে তার ব্যাবহৃত ফোন নাম্বারে একাধিকবার ফোন করলে তার স্ত্রী ফোন রিসিভ করে বলেন তার স্বামী বাড়ীতে নেই, তবে তার মায়ে সাথে কথা হলে, তিনি জানান বাবা আমার ছেলেটা তো মেট্রিক পাশ করে নাই।
এ ব্যাপারে উপজেলা সহকারী শিক্ষা অফিসার রিয়াজুল ইসলাম জানান, অভিভাবকদের দায়ের করা অভিযোগের প্রেক্ষিতে ওই বিদ্যালয়ে গিয়ে অভিযোগের সত্যতা পাওয়া গেছে এবং সাবেক প্রধান শিক্ষক সঠিক কোনো কাগজপত্র দেখাতে পারিনি, দাখিলকৃত কমিটি বাতিল করে বিধি মোতাবেক কমিটি করার প্রক্রিয়া করা হবে‌‌।
এ বিষয়ে কুড়িগ্রাম -২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব পনির উদ্দিন আহমেদ বলেন, আমাকে ওই প্রধান শিক্ষক বলেছিল জুয়েল এস এস সি পাশ তাই আমি সই করেছিলাম, কিন্তু এখন শুনতে পাচ্ছি জুয়েল এসএসসি পাস না যেহেতু আমাকে মিথ্যা বলে ডিও লেটারের সই নিয়েছে বিষয়টি আমি দেখব। কমিটি যাতে অনুমোদন না হয় সেজন্য আমি উপজেলা শিক্ষা কর্মকর্তাকে নির্দেশ দেব।




Leave a Reply

Your email address will not be published.