তালায় ২০২২-২৩ অর্থ বছরে রবি মৌসূমে, কৃষি প্রণোদনা কার্যক্রমের আওতায়, সরিষা আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে ১ হাজার ৮০০ জন কৃষকের জন্য বরাদ্দকৃত বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১০ নভেম্বর) সকালে উপজেলা কৃষি অফিস কার্যালয়ে প্রণোদনা বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তালা উপজেলা নির্বাহী অফিসার প্রশান্ত কুমার বিশ্বাস। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার। উপজেলা কৃষি কর্মকর্তা হাজিরা খাতুনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান ও মহিলা ভাইস চেয়ারম্যান মুরশীদা পারভীন পাঁপড়ী প্রমুখ। উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা পলাশ কান্তি রায়, সহকারী কৃষি সম্প্রসারণ অফিসার এস চৈতান্য দাশ, সাংবাদিকবৃন্দসহ প্রণোদনা নিতে আসা কৃষকরা এ সময় উপস্থিত ছিলেন। এ সময় প্রত্যেক কৃষককে ১কেজি সরিষার বীজ, ১০কেজি ডিএপি এবং ১০কেজি এমওপি সার বিতরণ করা হয়।

তালা প্রতিনিধি।।




Leave a Reply

Your email address will not be published.