সমাজের আলো: সাতক্ষীরার তালা উপজেলায় বাংলাদেশ সর্বহারা পার্টির পরিচয়ে চাঁদা চাওয়ার অভিযোগ উঠেছে। গত এক সপ্তাহে উপজেলায় অন্তত ১০ জনের কাছে ফোন করে চাঁদা দাবি করা হয়েছে। টাকা না দিলে মুঠোফোনে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে । সর্বহারা পরিচয়ে প্রাণনাশের হুমকি দিয়ে চাঁদা দাবির ঘটনায় জনমনে আতঙ্ক বিরাজ করছে। এ ঘটনায় তালা থানায় তিন জন সাধারণ ডায়েরি করেছেন।

উপজেলার জালালপুর ইউনিয়নের জেঠুয়া গ্রামের মোঃ মাজেদ আলী গাজীর ছেলে কৃষ্ণকাটি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আছাদুল হক এ প্রতিনিধিকে জানান,গত সোমবার(২১সেপ্টম্বর)বিকাল ৫ টার দিকে ০১৭৪৫৭৮১০৭৬ নম্বর থেকে তাঁকে ফোন করা হয়।এ সময় অবঃ মেজর জিয়া নামের এক ব্যক্তি নিজেকে সর্বহারা পার্টির চেয়ারম্যান পরিচয় দিয়ে ১০ লাখ টাকা দাবী করেন।দাবীকৃত টাকা বিকাশের মাধ্যমে পাঠাতে বলে এই ০১৭০০৫৯১২০৮ বিকাশ নাম্বারটি দেন। দাবীকৃত টাকা দিতে অপারগতা প্রকাশ করলে, কত দিতে পারবেন এটা জানতে জান সর্বহারা পাটির পরিচায় দানকারী চেয়ারম্যান। তিনি আবারও দিতে অপরাগতা প্রকাশ করলে তাঁকে গালিগালাজ ও জীবননাশের হুমকি দিয়ে মোবাইল সংযোগ বিচ্ছিন্ন করে দেন। বাধ্য হয়ে তিনি বিষয়টি তার সহকর্মী শিক্ষকসহ প্রধান শিক্ষককে অবহিত করেন এবং তাদের পরামর্শে গত সোমবার তালা থানায় সাধারণ ডায়েরি করেছেন।




Leave a Reply

Your email address will not be published.