তালা প্রতিনিধি : তালায় শ্যামল দাশ (৩৫) নামের এক শিক্ষকের শরীরে করোনা পজিটিভ এসেছে। তিনি উপজেলার জালালপুর ইউনিয়নের কানাইদিয়া গ্রামের রবীন দাশের পুত্র এবং খলিলনগর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। তালা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রাজীব সরদার বিষয়টি নিশ্চিত করেছেন। এদিকে মঙ্গলবার (১৩ এপ্রিল) সকালে করোনা আক্রান্ত ঐ শিক্ষকের বাড়িসহ আশেপাশের বেশ কয়েকটি বাড়ি লকডাউন ঘোষণা করেছে। করোনা আক্রান্ত শিক্ষক শ্যামল দাশ জানান, তিনি বেশ কিছুদিন ধরে জ্বর,সর্দি,কাশি ও শ্বাসকষ্টে ভূগছিলেন। গত ১১ এপ্রিল তিনি তালা হাসপাতালে নমুনা দিয়ে যান। সোমবার রাতে রিপোর্ট সূত্রে জানতে পারেন তিনি করোনা পজিটিভ। তিনি এখন বাড়িতেই চিকিৎসাধীন রয়েছেন বলে জানান। তালা থানার এসআই আবু কাউছার জানান, করোনা পজিটিভ ঐ শিক্ষকের বাড়িসহ আশেপাশের ৪/৫টি বাড়ি লকডাউন ঘোষণা করা হয়েছে। তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী রাসেল জানান, থানা পুলিশের কুইক রেসপন্স টিমের সদস্যরা করোনা আক্রান্ত ব্যক্তির বাড়িসহ আশেপাশের বেশ কয়েকটি বাড়ি লকডাউন ঘোষণা করেছে। এ সময় এলাকাবাসী কে আতঙ্কিত না হয়ে স্বাস্থ্যবিধি মেনে চলার এবং পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানানো হয়।




Leave a Reply

Your email address will not be published.